নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

দেশি পীরের পানি পড়া রেখে, বিদেশি কুকুরের মূত্র পান

১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৪৮

এ আর রহমান বহুত বড় মাপের একজন সুরকার-গীতিকার-শিল্পী.......এ কথা আমি অস্বীকার করছি না।



তবে এই বড় মাপের সঙ্গীতজ্ঞ'র সামনে যেভাবে আমাদের সঙ্গীত লিজেন্ডদের ছোট করা হয়েছে, তাতে আমি মর্মাহত এবং ব্যথিত।



বিষয়টা "দেশি পীরের পানি পড়া রেখে, বিদেশি কুকুরের মূত্র পান" এর মতো হয়েছে।



আমি এই "মূত্র" পানকারী আয়োজ কমিটিকে বলবো, ভাইরে, এবার থামেন। একটু ভাবেন।



সময় অনেক গড়িয়ে গেছে........এবার একটু ভাবেন। যেই ভারতকে নিয়ে এত "মাতম" করেন, সেই ভারতের কাছ থেকেই দেশ প্রেম সম্পর্কে কিছু আইডিয়া নেন।



........................................

বিদ্রঃ দিদি মমতা বন্দ্যোপাধ্যায় রে একটা ফোন লাগান- তার এমন কঠিন দেশ প্রেমের গোপন রহস্য কোথায় একটু জানেন........জানতে তো আর দোষ নাই। না-কি আছে?









মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৪

নতুন বলেছেন: দেশি পীরের পানি পড়া রেখে, বিদেশি কুকুরের মূত্র পান

+++++++++++++++++++++++++++++++++++

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ.....

২| ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০১

আলী খান বলেছেন: আপনিও দেখি দেশি পীরের পানি পড়া রেখে, বিদেশি কুকুরের মূত্র পান করতে চাচ্ছেন, দেশপ্রেম কাকে বলে, কিভাবে দেশপ্রেমিক হওয়া যায় তা সর্ম্পকে জানতে আপনি আমাদের প্রধানমন্ত্রীকে ফোন করেন, মমতাকে ফোন করা কি দরকার.... X( X( X( X(

৩| ১৪ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০২

এম এ কাশেম বলেছেন: ভাদাকার আর রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড়।

১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৩

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সহমত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.