নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ইমরান এইচ সরকার

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

প্রিয়,

ইমরান এইচ সরকার, আজ দু' তিন দিন হলো আপনাকে নিয়ে নানা নিউজ ও রসালো বক্তব্য মুখ বুজে আমাদের হজম করতে হচ্ছে। যারা একসময় আপনার সহযোদ্ধা ও বন্ধু ছিলেন আজ তারাই বলছেন, গণজাগরণমঞ্চ-এর নামে দেশী ও প্রবাসীদের দেয়া কোটি কোটি টাকা আপনি আত্মসাৎ করেছেন। কোনো কিছুর হিসাবই না-কি আপনি ঠিকমতো তাদের দেন নি।



আপনাদের মধ্যকার দ্বন্দ্বের মূল কারণ হিসেবে এটিকেই একমাত্র কারণ হিসেবে তাঁরা উল্লেখ করেছেন।



আপনার এক সময়কার সহযোদ্ধা ও বন্ধুমহলের সাথে আজকের এই দ্বন্দ্ব এই সংঘাতের পেছনের কারন শুধুই কি অর্থের ভাগ-বাটোরা না-কি অন্য কিছু সেটা আমরা জানতে চাই।



.

.

.

.

.

আশা করি অতিদ্রুত আপনি এর সমাধান দিবেন। এরকম স্পর্শকাতর একটি বিষয়ে আমাদের সবারই ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার।





















মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

ফিলিংস বলেছেন: সরকার যদি মনে করে গণজাগরণমঞ্চ-এর কোন কাযর্কলাপ তারা করতে দেবেনা, ত সামনে আরও করুন পরিনতি আছে। এর শুরু যেহেতু তার একার দারা হয়নি, তাই এর ব্যাথর্তা তার একার উপর নিভর্র করে না।

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হমু ঠিকই বলেছেন, এর ব্যর্থতার দায় তার একার উপর পরে না।

২| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

মো: আবু জাফর বলেছেন: ইমরানের উচিত ছিল সুরন্জিত মখা আবুলদের দুর্নিতির বিরুদ্ধে কিছু বলার । কারন ব্লগার রা রাজনীতি এ রাজনীতির ভয়বাহতা দেখেই একাত্ন হয়েছিল । রাজাকারের ফাসি দিলেও জজ সাহেব দের তিন বেলাই ভাত গিলতে হয় । আর এই ভাত সবার জন্যে পাবার ব্যাবস্থার দাবিই ছিল ব্লগার দের । শুধু রাজাকার মারলেন দরিদ্রেরা আরো দরিদ্রো হলো !! দোসি রাজনিতীবিদ মানে মন্ত্রি এমপিরা আরো টাকার পাহাড় গড়লো !! লাভ কি করলেন ইমরান ... আপনার এই চেতনায় খাড়ায় ছিটায়া মুতি আমি .......

০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ভাই, পানরনও আপনারা !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.