নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

অন্তত বিশটা নাসাকার লাশ চাই আমরা

০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৩:৩৮

গতকাল অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার সাথে কথা বলছিলাম।



কথা হচ্ছিল মায়ানমার প্রসঙ্গে।



কিছুটা কৌতূহল নিয়ে জানতে চাইলাম, "বার্মা জয় করতে আমাদের কত দিন লাগতে পারে বলুন তো?"



খানিক তাচ্ছিল্যের হাসি হাসলেন সাবেক এই সেনা কর্মকর্তা। তারপর তাচ্ছিল্যের সঙ্গেই বললেন, "বড় জোড় দিন তিনেক লাগতে পারে!"



বলেই ক্রোধে ফেটে পড়লেন তিনি। বললেন "আমাদের একজনকে যখন ওরা মাইরা ফেলল, তখন সাথে সাথে ওদের বিশটা ফালাইয়া দেওয়া দরকার ছিল। আমাদের ভুল হইছে।"



আমি বিজিবি ভাইদের বলবো, এরকম ভুল যেন নেক্সট টাইম আর না হয়। একজন বিজিবির বদলে অন্তত বিশটা নাসাকার লাশ চাই আমরা। অন্তত বিশটা।







মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৩:৫০

খাটাস বলেছেন: লাশের বদলের লাশ দরকার হয় সত্য, সর্ব ক্ষেত্রে তা সঠিক নয়, হয়ত বুদ্ধিহীনতা বলা যায়।

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৪৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম মাঝে মাঝে বুদ্ধিহীনতাই শ্রেয়......

২| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একজনেরও তো লোম ছিড়তে পারলো না?

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৪৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: বিজিবির কাছে ছিমটি ছিল কি-না আমার জানা নেই, কেন না লোম ছিড়তে ছিমটি লাগে........কামান বন্দুক দিয়ে লোম ছেড়া যায় না।

৩| ০৪ ঠা জুন, ২০১৪ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় মিজান তুমি দলীয় কর্মী হলে না!!!

হলে অনন্তত - একটার বদলে ১০টা লাশ চাইত নেত্রী!
বিজিবিকে বলতো তোমারা কি শাড়ি চুড়ি পড়ে বসে থাক???

হায় আফসোস একজন দেশপ্রেমিক সীমান্তরক্ষীর দাম তিনার কাছে দলীয় কর্মীর চেয়ে কম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৮ ই জুন, ২০১৪ রাত ১২:৪৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্য নিষ্প্রয়জন........হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.