![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
রাত আটটার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি।
হঠাৎ দেখলাম, সাত আট জন সিকিউরিটি মোটা রোল নিয়ে মেইন রোডে নেমে এসে এলোপাতাড়ি বাইড়াচ্ছেন। বাস, সি এনজি, রিক্সা, রিক্সা অলার পাছা- কিছুই বাদ যাচ্ছে না।
শুধু শব্দ হচ্ছে- ঠুস্ ঠাস্ ঠুস। মনে হলো পুলিশের দাঙ্গা বাহিনী রাস্তায় নেমে এসেছে।
এক রিক্সা অলা নিতম্ব ডলতে ডলতে কোন রকম পরি-মরি করে দৌড় দিলেন।
ঘটনা বেগতিক দেখে দৌড়ে এক পাশে পালাইলাম আমি।
একটু পরই দেখি, কালো রঙের এক পাজেরো ফিউচার পার্কের ভিতর থেকে বের হয়ে মেইন রোডে নেমে এসেছে।
বুকে সাহস নিয়ে এক সিকিউরিটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম,
"ভাই, ঘটনা কি?"
"মিয়া চোক্ষে দেহেন না? যমুনার মালিক যাইতাছে! " কড়া গলায় বললেন সিকিউরিটি।
.
.
.
.
.
আমি আরও কিছু সময় সেখানে দাঁড়িয়ে রইলাম। খানিক ভাবলাম। তারপর হাঁটতে শুরু করলাম।...... বুকের ভেতর থেকে গভীর এক দীর্ঘশ্বাস বেড়িয়ে বাতাসে মিলিয়ে গেল.....।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম ভাই, ত্যানারা কিং মেকার।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২২
দিপ্২৪ বলেছেন: রুখে দাড়ানোর জন্য যে চেষ্টা সেটা কখনো করেছেন? যদি না করে থাকেন, তাহলে দীর্ঘশ্বাস বেড়িয়ে বাতাসে মিলিয়েই যেতে দিন। আর তা করে থাকলে কোন এক দিন হয়ত সফল হবেন। আন্তত নিজের ক্লিয়ারেন্স তো পাবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: রুখে দেবার চেষ্টা করলে কোনো ফায়দা হবে বলে কি আপনি মনে করেন ভাই...??
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
তাসজিদ বলেছেন: বাবুল বলে কথা।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম, একসময়কার আবুল বর্তমানের বাবুল।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১
শাহ আজিজ বলেছেন: নিতম্ব মেয়েদের হয় , পুরুষদের হয় পাছা আর রিকশাওয়ালাদের ওইটারে কয় হোগা
।আপনার গ্রামার উন্নত করেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৪
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হোগা! হা হোগাই তো অইবো। ভুল হইছে ওস্তাদ। মাফ কইরা দিয়েন।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২
কাজী রায়হান বলেছেন: এইসব আবালদের জন্যই মনে হয় আমার মন গোলামদের পাছা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: গোলামদের পাছাটা কী জিনিস ভাই??
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২২
তিক্তভাষী বলেছেন: তেনারা কিং এর চাইতেও বড়। কিংমেকার। গভীর দীর্ঘশ্বাস ফেলা ছাড়া করার কিছু নাই।