নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

এই চোর ধুম ছবির চোর থেকেও আট চিল্লিশ গুণ বেশি তুখোর ও বুদ্ধিমান!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

আমার বাবা সবসময় একটি কথা বলতেন, এখনও বলেন- জীবনে সফল হতে হলে ধৈর্য ধরতে হবে।

সফলতার জন্য ধৈর্য প্রয়োজন। কোনো চোর যদি চুরি করতে যায়, সেখানেও তাকে ধৈর্যের পরিচয় দিতে হয়। তাড়াহুড়ো করলে সব শেষ।:P



ধরুণ রাতের অন্ধকারে কোনো এক চোর প্লান করলো যে, সে আপনার পাঁচতলার বাসা থেকে একটা মোবাইল চুরি করবে।



প্রথমে সে কি করবে?



প্রথমে সে রাত চারেক পুরো বাড়িটাকে অবজারভ করবে। বাড়ির চারপাশ ঘুড়ে দেখবে। বাড়ির দাঁড়োয়ানকে মনিটরিং করবে। কোন ফ্ল্যাটের বাসিন্দা কখন বাত্তি নিভায় এবং রাতে উঠে বাথরুমের বাত্তি জ্বালায় সেটাও দেখে দেখে মুখস্ত করে রাখবে।



সেকেন্ড স্টেপে সে তিন রাত শুধু আপনার ফ্ল্যাটটিকে অবজারভ করবে।



থার্ড স্টেপে সে দু' রাত শুধু আপনার রুমটিকে অবজার্ভ করবে।



ফোর্থ স্টেপে এসে সে সিদ্ধান্ত নিবে স্যানিটারি পাইপ না-কি বারান্ধার গ্রিল কোনটা বেয়ে নিরাপদে সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে।



ফিফথ স্টেপে এসে...হু ফিফথ স্টেপে এসে- সকাল বেলা ঘুম থেকে উইঠা দেখবেন, জানালা থেকে দশ ফিট দূরে চার্জে থাকা আপনার মোবাইলখানা নেই।:P



বছর পাঁচেক আগে তিন তলায় অবস্থিত আমার রুম থেকে আমার মোবাইলটি চুরি যায়। সকালে উঠে নিজে শার্লক হোমসের ভূমিকায় অবতীর্ণ হলাম।

বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হলাম: মোবাইল নিতে এসে যে মেধা আর বুদ্ধিমত্তার পরিচয় চোর দিয়েছে, তাতে তাকে এ্যাওয়ার্ড দেওয়া দরকার।

এই চোর ধুম ছবির চোর থেকেও আট চিল্লিশ গুণ বেশি তুখোর ও বুদ্ধিমান! আদিত্য চোপড়া চাইলে তার কাছ থেকে আইডিয়া ধার নিতে পারেন।

.

.

.

.



সুতরাং সিদ্ধান্ত আপনার। সফলতার জন্য স্টেপ বাই স্টেপ ধৈর্যসহকারে এগুবেন, না-কি তাড়াহুোড়ো করতে গিয়ে ধরা খাবেন।:P



















ঘুড়ে তারপর জানালা দিয়ে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.