নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

শালার সিস্টেম! মন চায় এক মিনিটে পুরা সিস্টেম "ওয়াং চিং ফাং" কইরা দেই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪০

"খ" ইউনিটে পাশের হার দেখে গোল্ডেন পাওয়া ছেলে মেয়েগুলোর জন্য বেশ মায়া হচ্ছে আমার। বেশ মায়া হচ্ছে।



আশা করি তাদের চুপসে যাওয়া বেলুনের মতো চেহারাটা দেখে অনুরূপ মায়া হবে আমাদের সিস্টেমের।



যে সিস্টেম শিক্ষকদের এই বলে ইন্সট্রাকশান দেয় যে, কোনো রকম লিখলেই "এ প্লাস" দিতে হপে কিন্তু। নিজের জ্ঞান বেশি জাহির করতে যাইও না বাপু। নাইলে ওয়ান টু তে খালাস!



"এ প্লাস" আর পাশের হার দিয়ে এডুকেশন সেক্টরের উন্ততি দেখাতে চায় সিস্টেম।



হ বহুত উন্ততি হইসে রে সিস্টেম। বহুত উন্ততি হইসে।



যেই পোলায় ডানকি আর মানকি এক কইরা পালায় সেই পোলায়ও সিস্টেমের খাতিরে গোল্ডেন পাইয়া আধা মণ মিষ্টি বিলায়।



এক সিস্টেম যায় তো আরেক সিস্টেম আসে। সিস্টেমের পরিবর্তনের সাথে সাথে এডুকেশন সেক্টরেরও ব্যাপক উন্ততি হয়!



আমরা এহেন উন্ততি দেইখা আনন্দে বগল দাবাই।



শালার সিস্টেম! মন চায় এক মিনিটে পুরা সিস্টেম "ওয়াং চিং ফাং" কইরা দেই।













মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

সোহানী বলেছেন: পোলাপাইনই খুজেঁ পাওয়া যাবে না... সব দৈাড়াইবে প্রাইভেটে.....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হুম ভাই বলেছেন ঠিক। ধন্যবাদ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

অগ্নি সারথি বলেছেন: ওয়াং চিং ফাং জিনিসডা কি বাইজান? কেমনে করে?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: এটা একটা সিনেমার ডায়ালগ ভাই।

আসামী গ্রেফতার ছবিতে মিজু আহমেদ এর ডায়লগ।:P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.