![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
বৃষ্টি হলে আকাশ নির্মল হয়। হালকা হয়। কাঁদলে নির্মল হয় অন্তর। তাই মাঝে মধ্যে মনটাকে হালকা করার জন্য খুব কাঁদতে ইচ্ছে হয়। খুব। আকাশে যেমন মেঘ জমলেই বৃষ্টি হয় না। তেমনি মনের মাঝে শত বেদনার পাহাড় জমলেও চোখের কোণে জল নেমে আসে না।
কাঁদাটাও একটা কঠিন কাজ বটে।
মাঝে মধ্যে আবার অকারণেও হঠাৎ বৃষ্টির মতো চোখ দুটো জ্বালা করে জলে ভরে ওঠে। মটর দানার মতো ফোঁটা ফোঁটা আকারে তা গড়িয়ে পরে থুতনি অবদি।
এই পৃথিবীতে স্রষ্টার সবচেয়ে রহস্যময় সৃষ্টি হচ্ছে মানুষ। মানুষের মাঝে যত রহস্য এত রহস্য বোধ করি আর কোনো সৃষ্টির মাঝে খুঁজে পাওয়া যায় না.......
ভালো থাকবেন শ্রদ্ধেয় পিয়াস করিম। ভালো থাকুন পরজনমে। আল্লাহ তালা জান্নাতবাসী করুক আপনায়।
©somewhere in net ltd.