নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

নষ্ট রাজনীতি

১৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৮

আমরা এ দেশের ঘাম ঝরানো লাখো ব্যাবসায়ী-শ্রমিক, লক্ষ লক্ষ প্রবাসি বাঙালি যে যেখান থেকে পারছি, যেভাবে পারছি বুক দিয়ে ঠেলে এ দেশটাকে সামনে এগিয়ে নেবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।

আর পলিটিশিয়ানরা পিঠ দিয়ে ঠেলে দেশটাকে পেছনের দিকে নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমাদের ঘামঝড়ানো পয়সা নিয়ে সুইস ব্যাংকে জমা করছে। কানাডা ডুবাই মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানাচ্ছে। মাতাল হয়ে ঝাঁকুনি তথ্য, লুকিংফর শত্রুজ তথ্য আবিষ্কার করছে।

আমাদের ঘাম ঝড়ানো অর্থে অন্ন গিলে আমাদেরই রাবিশ, খবিশ বলে গালি দিচ্ছে.....।

আমি নিশ্চিত, এই সব পলিটিশিয়ানরা পিঠ-পাছা দিয়ে আমাদের সামনে পথ আগলে দাঁড়িয়ে না থাকলে এতদিনে আমরা এগিয়ে যেতাম বহুদূর। আমাদেরকে মালয়েশিয়া সিংগাপুরের উদাহরণ টানতে হতো না।

মালয়েশিয়া সিংগাপুরের জনগণই আমাদের উদাহরণ টানতো। আমাদেরকে রোল মডেল মানতো। তারা একজন আরেকজনকে বলতো, দেখ, কোথাকার বাংলাদেশ আজ কোথায়........।

আমি শতভাগ নিশ্চিত।

মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আমার, হ্যাঁ খুব ইচ্ছে হয়। প্রতিদিন একটা করে পলিটিশিয়ান ধরে ধরে বুড়িগঙ্গার তৃতীয় সেতুর উপর নিয় যাই, আর পাছায় আলতো কিকের পরশ বুলিয়ে বুড়িগঙ্গার বিশুদ্ধ জলে ফেলে দেই........




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.