![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
মাঝে মাঝে মনে হয়, নিজের জীবন যেন নিজের ই পায়ের "ফুটবল"। মেসি কিংবা নেইমারের মতো কাটিযে কাটিয়ে এধার ওধার করে গোলের জালে জড়িয়ে দেয়াইটাই একমাত্র লক্ষ্য। আর এ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি আমরা সবাই। যেভাবেই হোক "বল" গোল পোস্টের জালে পৌঁছাতেই হবে। ফাউল পেনাল্টি আর অফসাইড বিহীন যে যত নিখুঁত ভাবে "বল" জালে জড়াতে পারবে সেই তত ভালো খেলোয়াড়।
যতদিন বাঁচা তত দিন খেলা। খেলার মাঠ থেকে বের হবার সাধ্য নেই কারই। মাঠেই আমাদের জন্ম। মাঠ থেকেই চির বিদায়। দর্শক হবার কোনো সুযোগ নেই এখানে। সবাই খেলেয়োড়। সবাই খেলোয়াড়। প্রত্যেকের জীবনই যার যার পায়ের "ফুটবল" শুধু লাথি মারতে মারতে গোল পোস্টের দিকে এগিয়ে যাওয়া.......
©somewhere in net ltd.