নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

গতিদানব সুজনের সাক্ষাৎকারটা পরার পর থেকে মেজাজটা চটে আছে বেশ....

২১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪০

"...ইন্ডিয়ান ব্যাটিংটা সত্যি খুব শক্তিশালী। আমরা যদি দক্ষিণ আফ্রিকার এগেনস্টে পড়তাম তা হলে কি একই জিনিস হত? জানি না। সাউথ আফ্রিকাও ভেরি স্ট্রং টিম। হয়তো একই রেজাল্ট হতে পারত।"

"হ্যাঁ কিছু সিদ্ধান্ত নিয়ে আমরা আশ্চর্য হয়েছি, ক্ষুব্ধ হয়েছি খুব সত্যি কথা। কিন্তু সেটা নিয়ে বসে থাকলে চলবে কেন? ভাল ডিসিশন-খারাপ ডিসিশন তো খেলারই অঙ্গ।"

"এটা স্বীকার করতেই হবে যে এমসিজি মাঠের সঙ্গে আমরা মানাতে পারিনি। শুধু তো ইন্ডিয়া ম্যাচ নয়। এমসিজিতে আগের ম্যাচটাও আমরা খারাপ খেলেছি। মাঠের অ্যাঙ্গলগুলোর সঙ্গে রপ্ত হতে পারলাম না বলে, বড় মাঠের সঙ্গে খাপ খাওয়ানো যায়নি— কী কারণ ঠিক বলতে পারব না। তবে এই ব্যর্থতা নিয়ে আমাদের ভাবতে হবে।"

"ছেলেরা এখন আস্তে আস্তে মেনে নিচ্ছে যে আমরা খারাপ ক্রিকেট খেলেছি। বিশেষ করে ব্যাটিংটা।"

"ইন্ডিয়া যা দেখলাম, অবশ্যই কাপ জেতার দাবিদার। ইন্ডিয়ান ফিল্ডিং আর রানিং বিটুইন দ্য উইকেট্স দুর্দান্ত। পেস বোলাররা ভাল বল করছে। ঠিক যে যে জায়গায় ওদের সমস্যা হত সেগুলোতেই ওরা দারুণ উন্নতি করেছে। এটাই ভারতকে দেখে শেখার!"

....কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া খালেদ মাহমুদ সুজন এর সাক্ষাৎকারের কিছু অংশ (২১ মার্চ ২০১৫)

এই সংবাদের শিরোনাম ছিল-
"ছেলেরা এখন আস্তে আস্তে মেনে নিচ্ছে যে আমরা খারাপ ক্রিকেট খেলেছি। বিশেষ করে ব্যাটিংটা"


খবরটা পরার পর থেকে মেজাজটা চটে আছে বেশ....

http://www.anandabazar.com/khela/bangla-manager-admits-flaws-as-tempers-cool-1.126116



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৭

মাসুদ০১৯১ বলেছেন: সুজনের পাছায় যদি কইসা একটা লাথি মারতে পারতাম!!শালা মুনাফেকের বাচ্চা।

২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সুযোগ পাইলেও আমারেও দিয়ে কইসা একটা মারতাম চাই...

২| ২২ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৯

অামি অামার কে বলেছেন: আরে ভাই না মাইরা এতো কথা কিসের।

২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা

৩| ২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৪

রক্ত পলাশী বলেছেন: সুজনের পাছায় যদি কইসা একটা লাথি মার ।

২২ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মারা দরকার...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.