![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
টানা কয়েকদিন তাকে নিয়ে লিখেছিলাম। তার অশালীন কু-কবিতাগুলো পড়ে অ-কবির খেতাব দিয়েছিলাম।
আজ শিবুদার বিরুদ্ধে তার অশালীন কুরুচিপূর্ণ বক্তব্যগুলো পড়ে মনে হলো সে শুধু অ-কবিই নয়। অ-মানুষও বটে।....
শিবুদাকে ফোন করার পর বললেন, ছেড়ে দিন। ওরা এসবের মাঝেই বেঁচে থাকে এবং থাকবে। তাতে আমার আপনার কিংবা বাংলা সাহিত্যের কিছুই যায় আসে না।
ইনবক্সে জামিলের প্রশ্নের জবাবে একদিন বলেছিলাম, তার অ-কবিতা ও অশালীন ভাষার বিরুদ্ধে আমার লেখা অব্যাহত থাকবে।...
শিবুদাকে নোংরা ভাষায় আক্রমনের প্রতিবাদ জানাই। ধিক্কার জানাই। "মালাউন" এর মতো একটি ঘৃণ্য সাম্প্রদায়িক শব্দ ব্যবহার করার নিন্দা জানাই।....
ধিক্কার তাদের জন্যও যারা এ সাম্প্রাদায়িক বর্বরটার পক্ষে সাফাই গেয়ে তাকে সাহিত্য সমাজে জায়েজ করতে চেয়েছেন এবং চাচ্ছেন এখনও।
এইসব অ-কবি, কু-কবি আর অসভ্যদের হাত থেকে বাংলা সাহিত্য মুক্তি পাক.... এই প্রত্যাশা রইলো....
২| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৪
মিতক্ষরা বলেছেন: কারো কারো হয়ত ভুল ধারনা থাকতে পারে। তাদের জন্য বলছি। মালাউন শব্দটির সাথে ইসলামের কোন যোগাযোগ নেই। মহান আল্লাহ ইবলিশকে চির জীবনের জন্য "মালাউন" (বা অভিশপ্ত) বানিয়েছেন। ইবলিশের জন্য নির্ধারিত এই শব্দকে অন্য জায়গায় বলা চরম অপছন্দনীয় ও গর্হিত। বিশেষত মহান আল্লাহ যেখানে মানুষের জন্য তওবার দরজা জীবনের শেষ দিন পর্যন্ত খোলা রেখেছেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৮
কাউন্টার নিশাচর বলেছেন: Click This Link