নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

স্যালুট ইউ বস..

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৫

হোক শ'তে একজন কিংবা হাজারে একজন, কিংবা লাখে.........তবুও তো কিছু না কিছু সত্যিকারের হৃদয়বান মানুষ রয়েছে এখানে। অন্যথায় দেশটা তো এ পর্যন্ত আসার কথা নয়...।

জীবন বাজি রেখে ঐ নর্দমার ডোবায় ঝাঁপ দিয়ে একটি ছোট্ট শিশুকে বাঁচাতে গিয়ে নিজেও প্রায় পঁচা আর দুর্গন্তযুক্ত নালায় ডুবে মরতে যাচ্ছিলেন....।

হয়তো নর্দমার ডোবার জলে তিনি তলিয়ে যেতে পারতেন চিরতরে। তবুও নিজের জীবনের মায়া না করে ঝাঁপিয়ে পড়েছেন।

সকালে স্কুলে যাবার পথে ফুটপাত ধরে হাঁটছিল শিশু সাজ্জাদ। হঠাৎ পা পিছলে দশ থেকে পনের ফিট গভীর নালাতে পড়ে যায় সে। তা দেখে ছুটে আসেন কন্সটেবল মনির হোসেন। এবং ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে উদ্ধার করেন।

আপনারা আছেন বলেই এখনো টিকে আছে দেশটা। আল্লাহ আপনার, আপনার সন্তান ও পরিবারের হেফাজত করুক। সালাম ও দোয়া রইলো আপনার গর্ভধারিনী মা ও জন্মদাতা পিতার প্রতি.....


মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৩

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: ভাই চোখের জল রাখতে পারলাম না................................।

২| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১

জেকলেট বলেছেন: এই পুলিশ ভাইকে রাষ্ট্রিয়ভাবে সম্মানিত করা উচিত। অনেক অজাত-কুজাতকে অজাত-কুজাত কারার কারনে সম্মানিত করা হয় আর উনিত সত্যিকার নায়ক। পুলিশের উর্দ্ধতন কর্তিপক্ষের দৃষ্টি আকর্ষন করা উচিত

৩| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:০০

আল ইমরান বলেছেন: উনার জন্য শুভকামনা।

৪| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৬

আদম_ বলেছেন: মনির সাহেবরাই আসল মানুষ। অনেক সালাম আর শুভকামনা আর ভালোবাসা রইলো মনির ভাইকে।

৫| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৫

নতুন বলেছেন: উনাকে অবশ্যই সন্মানিত করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.