![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
রাতে ছেলে চিৎকার করে বলছে, "কটকটি? কটকটি?"
আমি শুনে এগিয়ে গেলাম। তার মাকে বললাম, "আহা রে ছেলেটা কটকটি খেতে চাইছে। এই অসময়ে কটকটি কই পাই কও দেখি?
ছেলের মা মুখ গুমরা করে আছে।
"কি ব্যাপার মুখ গুমরা করে আছ কেন? ছেলে আমার কটকটি খাইতে চাইছে, আর তুমি তা শুনে মুখ গুমরা করে আছ?"
ছেলের মা কাঁদো কাঁদো গলায় বলল, "ছেলে কটকটি খাইতে চায় নাই।"
"তো?"
"সে তার দাদি কে কটকটি বলে ডাকে।"
আমি হা করে রইলাম। পোলা আমার মাকে কটকটি বলে ডাকে! কয় কি!
"হা বন্ধ করো মশা ঢুকবে।"
"হুম ঠিক আছে, কিন্তু দুনিয়ায় এত নাম থাকতে কটকটি কেন?"
"তোমার ছেলে মেজাজ খারাপ হলেই তার দাদিকে রাক্ষসী রানী কটকটি বলে ডাকে।"
ভিমরি খাওয়ার যোগাড় হইছে আমার। হায় হায় খোদা! আমার মা না-কি রাক্ষসি রানী কটকটি! ওরে কেউ আমারে ধর.....জগৎ সংসার ত্যাগ করি..।
মা রুম থেকে বের হয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন, "তোর ছেলে লোকজনের সামনে আমাকে রাক্ষসী রানী কটকটি ডাকে। যত নিষেধ করি ততো বেশি করে ডাকে।"
একটু পর ছেলে ডাকছে, "কিরণমালা? এই কিরণমালা? পায়খানা করবো। কমোডে বসেয়ে দাও।"
বললাম, "বাসায় কোন নতুন কাজের মেয়ে রাখছ নাকি?"
ছেলের মা বলল, "না তো কেন?"
"ছেলে কিরণমালা নামে কাকে ডাকছে?"
ছেলের মা আবারও কাঁদো কাঁদো গলায় বলল, "আমাকে।"
এ বয়সি ছেলে মেয়েরা মাঝেমধ্যে তাদের বাবা মাকে নাম ধরে ডাকে। কিন্তু তার মা'র নাম তো কিরণমালা নয়!
বললাম, "আমার জানা মতে তোমার নাম তো কিরণমালা নয়.....!"
ছেলে বাথরুম থেকে চিৎকার করে ডাকছে, "কিরণমাল? কিরণমালা? পস্কিার করে দাও।"
ছেলের মা বাথরুমে ছুটে গেল।
ছেলে বাথরুম থেকে বের হয়ে মাথা দুলাতে দুলাতে বলতে লাগলো, "এবার তোর কি হবে লো কিরণমালা....এবার তোর কি হবে লো কিরণমালা..।"
আমি বেকুব হয়ে তাকিয়ে আছি। ইয়া মাবুদ! ইয়া মাবুদ! এ কিসের লক্ষণ!
এরপর শুনলাম বিস্তারিত। দাদি আর মায়ের সাথে স্টার জলসার "কিরণ মালা" সিরিয়াল দেখে দেখে ছেলে ক্যারেক্টারগুলোর নাম মুখস্ত করে তা তার দাদি ও মায়ের উপর এপ্লাই করছে......।
বুকের ভেতরটা চিন চিন করে উঠলো। কথা শুনে ফিট হবার উপক্রম হলো।
আমি দাদি ও মাতাগণকে বলবো, দয়া করে আপনার আপনাদের নাতি-নাতনি, পুত্র-কণ্যা শিশুদের সাথে নিয়ে এসব সিরিয়াল দেখবেন না।
আমি চাইনা আমার ছেলের মতো কোন নাতি তার দাদিকে "রাক্ষসী রানী কটকটি" বলে ডাকুক।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন!!
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫
সুমন কর বলেছেন: এসব কবে বন্ধ হবে !!!
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমরা কেউই তা জানি না..!!!!
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
শায়মা বলেছেন: মা দাদীদেরও তো সিরিয়াল দেখা বন্ধ করতে হবে!
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ঠিক বলেছেন শায়মা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: লুকিয়ে লুকিয়ে দেখেন মা ও দাদিরা!