![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
সামনের ফ্লাটের বারান্দায় বসে গুন গুন শব্দে কাঁদছে কেউ একজন। গাঢ় এই আঁধারভরা রাতে ঝির ঝির বাতাসে ভর করে কোন এক নারী কণ্ঠের গভীর বেদনামাখা কান্নার শব্দ ভেসে আসছে......।
যেন যুগ যুগ ধরে এক পৃথিবী দু:খ বুকে নিয়ে বসে বসে কাঁদছে কেউ একজন।
বেশ কিছু সময় কান পেতে রইলাম। হুম কাঁদছে কেউ একজন। গুন গুন শব্দে করুণ মায়াভরা কণ্ঠে কাঁদছে কেউ একজন।
কে কাঁদছে অমন করে এই মধ্যরাতে? এই নিস্তব্ধ রজনিতে এমন নি:শব্দে অশ্রু বিসর্জন করে চলছে?
বারান্দায় দাঁড়িয়ে বুঝলাম, সেই মেয়েটি। সেই তরুণি মেয়েটি। প্রায় রাতেই যার গুন গুন কান্নার শব্দ কান পাতলেই শুনতে পাওয়া যায়।
কেন কাঁদছে সে? কি এমন অব্যক্ত বেদনা জমা রয়েছে বুকের গভীরে। যে বেদনা ফোঁপানো চোখের জল হয়ে গড়িয়ে পড়ে প্রায় রাতেই?
সেদিন কে একজন বলছিল, আজ পাঁচ বছর হয় মেয়েটির বিয়ে হয়েছে। গত দুই বছর থেকে স্বামী প্রায় রাতেই নেশা করে বাসায় ফেরে। বাসায় ফিরেই মেয়েটিকে গালমন্দ করে। তারপর গায়ে হাত তুলে। এরপরই মেয়েটি বারান্দায় একাকী নি:শব্দে অশ্রু বিসর্জনে বসে যায়।
জানতে পারলাম, বিয়ের পর গত ক বছরে একটি বারের জন্যও সন্তান ধারণে সক্ষম হয় নি মেয়েটি। এটিই তার অপরাধ।
স্রষ্টার ত্রুটিপূর্ণ সৃষ্টির জন্য কি সৃষ্টি দায়ি, নাকি স্রষ্টা?
একদিকে মাতৃত্বের স্বাদ না পাবার হাহাকার। অপর দিকে মধ্যরাতে বাসায় ফিরে স্বামীর অবর্ননীয় নির্যাতন- এভাবেই প্রায় মধ্যরাতে তার চাপাকান্না হয়ে ঝরে পড়ে।......
অথচ একদিন নাকি একবুক ভালোবাসা আর স্বপ্ন নিয় ছেলেটির হাত ধরে সব কিছু ছেড়ে ছুড়ে বাড়ির বাইর হয়ে এসেছিল মেয়েটি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: সঠিক বলেছেন চানাচুর ভাই। ধন্যবাদ।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:১৭
গেম চেঞ্জার বলেছেন: মেয়েটার কোন অবদান ছিল না সন্তান না পাওয়ার জন্য ? ছেলেটার কোন সমস্যা নেই ? ডাইরেক্ট সৃষ্টিকর্তার ওপর ?
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০২
নতুন বলেছেন: সৃস্টিকতার নিদেশ ছাড়া গাছের পাতাও নড়েনা.... এই যুক্তির জনগন এখন বলবে সৃস্টিকতা যা কিছু করেন তা ভালর জন্য করেন?
আসলে কি আমাদের ঘটনায় সৃস্টিকতা` ইন্টারফেয়ার করেন? না কি সবকিছুই একটা চলমান ঘটনা।
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: দোষ সৃষ্টিকর্তা ঘোষের! সবই যদি তাঁর কথামত চলে, প্রকৃতিতে এত অনিয়ম কেন?
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৩২
চানাচুর বলেছেন: আমরা কেউ কখনোই ভাবি না ভবিষ্যতে খারাপ কিছু আমাদের ক্ষেত্রেও হতে পারে। যখন দুঃসময় আসে তখন মনেহয় কেন কেন কেন