নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

ওয়াও.....

২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

সন্ধ্যার পর পর বাসা থেকে বউ ফোন করে বলল, "তুমি কোথায়?"

"অফিসে কেন কী হয়েছে?"

"পাশের বাসার ভাবির পেইন উঠছে। দ্রুত হাসপাতালে নিতে হবে। তুমি একটু গাড়িটা নিয়ে বাসায় চলে আসো। তোমার গাড়িটা দরকার।"

"ওকে ওকে আসতাছি। এক্ষুণি আসতাছি।" বলে অফিস থেকে বের হলাম। বাসা থেকে আমার অফিসের দূরত্ব তিন কিলোমিটার।

গাড়ি স্টার্ট দিতেই বউ এর ফোন।

"আর কতক্ষণ লাগবে কই তুমি?"

"এই তো বের হয়েছি। আল্লাহ ভরসা।"

দশ মিনিট পর আবার ফোন। "কই তুমি? আহহা আর কতক্ষণ? ভাবি ব্যথায় কাতরাচ্ছে।"

"এই তো আসতেছি। আর একটু।"

আধ ঘণ্টা পর আবার ফোন। "গাড়ি কি কচ্চপের গতিতে চালাও নাকি?"

"এই তো আসতেছি।"

"তুমি এখন কই আছো সেটা বলো?"

"দ্রুত হেঁটে গেলে কুড়ি মিনিট। দৌড়ায়া গেলে আট মিনিট লাগবে।"

"তাহলে এত দেরি হচ্ছে কেন?"

"গাড়ি ফেলে রেখে দৌড়ায়া আসি?"

"আরে নাহ। ভাবির পেইন উঠছে তুমি এসে কি করবা। দরকার তো তোমার না দরকার হচ্ছে গাড়ির।"

"অ আচ্ছা। একটু ওয়েট করো। ভাবিকে বলো একটু কষ্ট করতে...।"

এর পর আরো ছয় বার ফোন দেবার পর আর ফোন আসে না।

বাসায় পৌঁছে ভাবির দরজার সামনে দাঁড়াতেই কান্নার আওয়াজ কানে এলো। "ওয়া ওয়া ওয়া ওয়া...."

বউ দরজার সামনে এসে বলল, "হয়ে গেছে। তোমার গাড়ি আর লাগবে না।"

"আহ আরেকটু দেরি করলেই তো গাড়িতে করে......।"

"ঘড়ির দিকে চেয়ে দেখ, এক ঘণ্টা সাতান্ন মিনিট পর তুমি আসছো।" বলেই মুখের উপর দরজা বন্ধ করে দিলো।

ভেতর থেকে মধুর শব্দ ভেসে আসছে "ওয়া ওয়া ওয়া ওয়া....."

আমি মনে মনে বললাম, "ওয়াও"



মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

লেখোয়াড়. বলেছেন:
ওয়া, ওয়া, ওয়াও.................
আপনিও করেছিলেন একদিন, মনে নেই??

ঘটনা সত্যি না বানানো??

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হো হো হো :/

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

শফিউল আলম চৌধূরী বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচাইছে যে হসপিটালে নেওয়া লাগে নাই; হসপিটালে নিলেএ পেট ফাঁড়াফাড়ি শুরু করতো। আজকে সকালেও আমার এক বন্ধুর বেবী হলো। হসপিটাল থেকে প্রথমে বলছে যে বাচ্চা ওভার ওয়েট, দ্রুত অপারেশন না করলে মায়ের সমস্যা হতে পারে। বাচ্চা হবার পর বলতেছে এত আগে আগে কেন অপারেশন করালেন? তর সয় না? বাচ্চা আন্ডার ওয়েট, ইনকিবেটরে রাখতে হবে।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আলহামদুলিল্লাহ

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

অপর্ণা মম্ময় বলেছেন: পোস্টের চেয়ে দ্বিতীয় কমেন্টের দিকে চোখ গেলো।
ওয়াও পোস্টের জন্য ওয়াও শুভকামনা রইলো :)

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ। শুভকামনা আপনার জন্যও..

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:

আরো একটা গাড়ী কিনেন, ৩ কিলো মিটার যেতে গাড়ী লাগে? দেশ ভরে গেছে আপনার মতো লোকে। ৩ কিলো যেতে হাজার হাজার গাড়ী রা্তায় নামলে দেশের কি অবস্হা হওয়ার কথা?

বসে বসে ওয়াও ওয়াও করেন!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমার কাজতো শুধু অফিস আর বাসা নয় ভ্রাতা।

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: কোন সমস্যা হয়নি বলে, খুশি হলাম।

তবে ২নং মন্তব্যটি আসলেই নজর করার মতো !!!

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: পাশের বাসার ভাবি কোহিলেন " ও আমার হইয়া গেছে"।

২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: কিতা কন ভাই??

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: অল্পের জন্য মারাত্মক কিছু হয়নি|
পুরাই ওয়াও কেজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.