নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

খাইয়া একদম ওভার লোড...

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৮

তিনজন সোজা বন্ধুক তাক করে রেখেছেন গাড়ির দিকে। একজন ইশারায় বললেন, "গাড়ি সাইট করেন। গাড়ি সাইট করেন।"

গাড়ি সাইট হলো।

"গাড়িতে এত লোক কেন?"

"জ্বি সবে তো তিনজন। আমরা দুজন আর ড্রাইভার।"

"হুম। গাড়িতে মুখ লুকিয়ে রেখেছে উনি কে?"

"জ্বি আমার ভায়রা ভাই। স্ত্রীর আপন বড় বোনের হাজব্যান্ড।"

"অমন মুখ লুকিয়ে আছে কেন?"

"জ্বি না একটু কাৎ হয়ে আছেন। একটু বেশি খেয়েছেন তো। তাই শরীরটা ভালো লাগছে না।"

"এহ হে। -স্যার পাওয়া গেছে.....। খাইয়া একদম লোড। টাল হয়ে পড়ে আছে।"

ভায়রা ভাই চোখ মেলে পুলিশ দেখে বললেন, "ঘটনা কি?"

"চেকপোস্ট পুলিশ। ঘটনা বেগতিক। বোধহয় থানায় নিবে।"

একজন গলা বাড়িয়ে বললেন, "এই যে আপনি ঝিমাচ্ছেন কেন?"

"জ্বি রাতে ভালো ঘুম হয় নি।"

"রাতে ভালো ঘুম হয় নি- নাকি আরো কারণ আছে?"

"জ্বি আছে। খাবারটা একটু ওভার লোড হয়ে গেছে।"

"ওভার লোড খাইছেন?"

"জ্বি...দুপুরের ভাতটা বেশি পড়লেই আমার ঝিমুনি আসে।"

ডায়েট কোকের খালি ডিব্বা পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে। তা দেখে বললেন, "ঐ টা কিসের ডিব্বা দেখা যাচ্ছে? বিয়ার না-কি?"

"জ্বি না কোকের ডিব্বা। ডায়েট কোক। আমি খেয়েছি।"

ডায়েট কোকের খালি ডিব্বা হাতে নিয়ে চেকপোস্ট পুলিশের মুখখানা শুকিয়ে গেল। বিড় বিড় করে বললেন, "বড় বদ লোক!"

"জ্বি কিছু বললেন?"

"নাহ কিচ্ছু বলি নাই। যান বাড়িত যেয়ে ঘুমান... অই ওনাদের যেতে দাও..."

অফিস থেকে বের হয়ে বহু স্তরের নিরাপত্তার চাদর ভেদ করে বাসায় পৌঁছলাম।

আমার কাছে "থার্টি ফার্স্ট" গুরুত্বপূর্ণ একটি তারিখ মাত্র। আর কিছু নয়। থার্টি ফার্স্ট এর বোতল পার্টিতেও আমি বিশ্বাসী নই।

২০১৫ সালটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। ২০১৬ সালটি হয়তো আরো চ্যালেঞ্জিং হবে। ২০১৬ সালে অন্তত পঞ্চাশ জন লোকের জন্য হলেও নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অন্তত একজন নতুন উদ্যোক্তা তৈরীই আমার প্রধান লক্ষ্য....

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা....

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

আহমেদ_১৯৭০ বলেছেন: আপনার সাফল্য কামনা করি। এর মধ্যে অন্তত একজন পুলিশের সাবেক কর্মকর্তা অথবা কর্মচারীকে চাকুরীর ব্যবস্থা করিয়েন।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৭

কলমি লতা বলেছেন: প্রত্যাশার প্রাপ্তি আর সফলতায় ভরে উঠুক আপনার নতুন বছর।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

আরণ্যক রাখাল বলেছেন: আপনার সাফল্য কামনা করছি|
হ্যাপি নিউ ইয়ার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.