নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

বইমেলার সময় বাড়ানো হোক

১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

এবার সব মিলিয়ে মেলার গেট থেকে ফেরত এসেছি চারদিন। অফিসের কাজ শেষে মেলায় যেতে যেতে মেলার সময় ফুরিয়ে যায়। গেটে ঢুকতেই দেখি, বাতি নিভে গেছে। সবাই স্টল বন্ধ করায় ব্যস্ত। দীর্ঘশ্বাস ছেড়ে আবার উল্টো পথে হাটতে শুরু করি।

বিকেল তিনটায় মেলা শুরু হয়। শেষ রাত আটটায়। আয়োজন দেখেই বুঝা যায়, কর্মজীবী মানুষের কথা মাথা থেকে দূরে সরিয়ে রেখে মেলার আয়োজন করা হয়েছে।

ধরা যাক, কোন একজনের অফিস উত্তরা হাউজ বিল্ডিং কিংবা মিরপুর সাড়ে এগারো নতুবা যাত্রাবাড়ি। তিনি অফিস শেষ করে বড় জোর সাড়ে পাঁচটায় মেলার উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সিএনজি খুঁজতে তার সময় লাগলো বিশ মিনিট। পাঁচটা পঞ্চাশে তিনি সিএনজিতে ওঠে রওনা হলেন। ভাগ্য খুব সুপ্রসন্ন হলে দেড় ঘণ্টায় টিএসসিতে এসে পৌঁছাতে পারবেন। সাতটা বিশ কিংবা সাড়ে সাতটায় মেলার গেটে পৌঁছে তিনি কী করবেন?

এক স্টল থেকে দ্বিতীয় স্টলে যেতে যেতে বেজে গেল আটটা। বই আর কেনা হয় না। হয় না মেলা দেখাও। মেলা থেকে বের হয়ে টিএসসির কোনা থেকে চালতা আর বড়ইর মিক্সড আচাড় অথবা একটা চিতল পিঠা কিনে খেতে খেতে আবার রিটার্ন সিএনজিতে ওঠা ছাড়া কিছুই করার থাকে না তার।

আফসোস বাণিজ্যমেলায় বদনা-বালতি কেনার জন্য রাত দশটা অবধি সময় দেয়া হয়। কিন্তু বইমেলায় বই কেনার জন্য সময় বরাদ্ধ রাত আটটা!

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫১

পথে-ঘাটে বলেছেন: বইমেলার সময় বাড়ানো হো। সহমত।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

নিরীহ জন বলেছেন: সময় বাড়ানো হোক। যানজটের এই শহরে বর্তমান সময়সীমা কোনভাবেই মেলাবন্ধব নয়।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

মহা সমন্বয় বলেছেন: আফসোস বাণিজ্যমেলায় বদনা-বালতি কেনার জন্য রাত দশটা অবধি সময় দেয়া হয়। কিন্তু বইমেলায় বই কেনার জন্য সময় বরাদ্ধ রাত আটটা! X(

সহমত জানাচ্ছি।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৪

শাহ আজিজ বলেছেন: যামুই না হালায় । মেলায় গিয়া কি করবেন? বই পইড়া জীবনে কে উন্নতি করছে? এ প্লাস সনদ টাকা দিয়া কেনেন আর তসবি নিয়া মাজারে যান। আখেরাতের উন্নতি করেন।

নাস্তিকদের লেখা বই পড়া হারাম।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বই মেলার সময় বাড়ানোর দাবী জানাচ্ছি ।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

উল্টা দূরবীন বলেছেন: সহমত। অনেকেই যাওয়ার সময় পায় না। মেলার সময় বাড়ালে হয়তো সেই সুযোগ হবে।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আইজও গিয়া ফিইরা আইছি। মাগার ঢুকতে পারি নাই।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

শামছুল ইসলাম বলেছেন: //আফসোস বাণিজ্যমেলায় বদনা-বালতি কেনার জন্য রাত দশটা অবধি সময় দেয়া হয়। কিন্তু বইমেলায় বই কেনার জন্য সময় বরাদ্ধ রাত আটটা!// - দুই শ' ভাগ সহমত।

ভাল থাকুন। সবসময়।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

মাটিরময়না বলেছেন: হুম।

সময় বাড়ানোর জন্য আমিও দাবী জানাচ্ছি।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৪

আরণ্যক রাখাল বলেছেন: মানুষ বই কিনছে না, বই কেনা হলে মেলা এমনিতেই জমজমাট হতো। এখানে পাঠকেরও রেস্পনসিবিলিটি আছে

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

লালপরী বলেছেন: সহমত

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬

সায়েম মুন বলেছেন: আপনার কথায় যুক্তি আছে।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯

যুগল শব্দ বলেছেন:

এখানে নিরাপত্তা একটা বিষয় হিসেবে সামনে চলে আসে।
তবে সময় বাড়ালে সাধারণের জন্য ভালোই হবার কথা। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.