নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

রাত পোহালেই পহেলা ফাগুন.. সবাইকে বসন্তের শুভেচ্ছা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২

.....বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটতে শুরু করেছে আগুনরাঙা পলাশ আর শিমুল। গাছে গাছে উঁকি দিচ্ছে নতুন পাতা।

প্রকৃতির বীণায় সুর বেঁধেছে কে যেন। বন-বনানী নব পল্লবের জয়গান আর কীট-পাখির গুঞ্জণ-কাকলীতে মুখর হয়ে উঠেছে চারদিক....। সময়ের ভেলায় চড়ে এই জনপদে প্রতিটি দুয়ারে নোঙ্গর করতে তৎপর ঋতুশ্রেষ্ঠ ও তার প্রথম দুহিতা।

কবির ভাষায়- ‘পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে এসেছে দারুণ মাস।'

রাত পোহালেই পহেলা ফাল্গুন। বাংলা বর্ষ বিদায়ী ঋতু বসন্তের সূচনা দিবস...। দিকে দিকে চলছে পার্থিব-অপার্থিব নানা আয়োজন।

"আহা আজি এ বসন্তে/কত ফুল ফোটে/কত বাঁশি বাজে/ কত পাখি গান গায়...।"

বাংলার প্রকৃতি এখন বাসন্তী বসন পরা। শীতের জরাগ্রস্ততা কাটিয়ে নতুন পাতায় ঋদ্ধ হয়ে উঠছে রিক্ত বৃক্ষাদি। বেশুমার বনফুল হতে গুন গুন করে মৌ-পরাগ আহরণে ব্যস্ত হয়ে পড়েছে মধুমক্ষিকা। বিচিত্র সব মুকুলের মদির সুবাসে মন-প্রাণ হিন্দোলিত হয়ে উঠছে আদিগন্ত....এই জন্যই তো বসন্তের মাথায় "ঋতু রাজের মুকুট।"

...... উত্তরী বায়ুর যাত্রাপথ রুদ্ধ হয়ে দখিনা মৃদুমন্দ সমীকরণ লহর তোলতে শুরু করেছে ইতোমধ্যে....। তরুলতা পুরানো পাতা ঝেড়ে ফেলে নববধূরূপে মুকুলিত হতে শুরু করেছে..। পত্র-পল্লবে সুশোভিত হয় উঠছে সবুজ উদ্যান। ..... গাছে গাছে গাইতে শুরু করেছে বসন্তের কালো কোকিল। ক্যাম্পাসের ঝাঁকালো আমগাছগুলো ছেয়ে গেছে মুকুলে মুকুলে।

কাঁঠাল আর লিচু গাছের শাখায় শাখায়ও বেরুতে শুরু করেছে ক্বচি মুকুল ..।

ফুটতে থাকা রক্তিম পলাশ, শিমুল, কাঞ্চন, পারিজাত, মাধবী, গামারী আর মৃদুগন্ধের ছোট ছোট বরুণ ফুলও জানান দিচ্ছে বসন্তের আগমনীবার্তা।

বসন্ত এসে গেছে। রাত পোহালেই পহেলা ফাল্গুন। পহেলা বসন্ত..।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.