নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আরো আরো তরুণ লেখকের জন্ম হোক

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

একটি স্টলের সামনে দিয়ে হেঁটে যেতেই মনমুগ্ধকর লেডিস পারফিউমের গন্ধে ভেতরটা নেচে উঠলো। নাক টেনে টেনে গন্ধের উৎস খুঁজতে লাগলাম।

পেয়েও গেলাম। ঠিক ডান পাশেই ছোট একটি স্টলে শাড়ি পরিহিতা সুদর্শনা এক তরুণি বসে আছেন। গন্ধটা তার থেকেই আসছে।

স্টলের সামনেই যেতেই লাজুক ভঙ্গিতে মৃদু হাসলেন। ফাগুনের হালকা বাতাসে তার কপালের উপরের চুলগুলো কিছুটা উড়ছিল এলোমেলভাবে।

রক্তরাঙা ঠোঁট যুগলের দিকে তাকিয়ে মনে হলো যেন, শিমুল ফুল ফুটে আছে।

দুয়েকটি বইয়ের পাতা উল্টে দেখছিলাম মাথা নিচু করে। এমন সময় তরুণি একখানা বই হাতে নিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, "আমার লেখা বই।"

"আপনার লেখা বই?" উচ্ছ্বাসিত কণ্ঠে বললাম আমি।

"হুম।" মাথা উপর নিচ করলেন তরুণি।

"কী লিখেন আপনি?"

"কবিতা। হয় না তবুও চেষ্টা করি। পড়ে দেখবেন।"

মনটা ভালো লাগায় ভরে গেল আমার। অটোগ্রাফসহ বইটি কিনে নিলাম। কী লিখেছে বা কী থাকতে পারে ঐ বইয়ের ভেতর আমি জানি। তবুও কিনলাম।

একটু হেঁটে যেতেই এক তরুণ পথ আগলে দাঁড়ালো। খানিক ঘাবড়ে গেলাম..।

"এ স্টল থেকে আমার বই বেরিয়েছে। একটু দেখেন।" লাজুক ভঙ্গিতে বলল তরুণটি। দারুণ ভালো লাগলো। এক তরুণ তার বই কেনার জন্য প্রচারণা চালাচ্ছে, আহ্বান করছে...। আমাকে সিগারেট টানার জন্য সাধছে না। গাঞ্জা ইয়াবার স্বাদ নেবার জন্য ডাকছে না। খারাপ পাড়ায় হাত ধরে নিয়ে যাচ্ছে না...। চুরি ডাকাতি খুন-খারাবির সঙ্গ দিতে বলছে না।

অতি যতনে লেখা তার একখানা বই কেনার জন্য কিংবা দেখাবার জন্য পথ আগলে দাড়িয়েছে আমার। টেনে নিয়ে যাচ্ছে আমায়...।

এবারও বইমেলায় আমার কেনা বইয়ের ভেতর নবীন ও তরুণদের লেখা বইগুলোই প্রাধান্য পেয়েছে। কয়েকজনের লেখা পড়ে আমি দারুণ অভিভূত হয়েছি। এত ভালো ভালো লেখাও আমাদের চোখ এড়িয়ে যায়!!

তারুণ্যের জয় হোক। আরো আরো তরুণ লেখকের জন্ম হোক।....

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

নেয়ামুল নাহিদ বলেছেন: তরুণ লেখকের জন্ম হোক। বেশ মজার করে লিখেছেন, ভালো লাগলো।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৪

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিও লিখব আমিও একদিন বই বের করব ।তখন হয়তো আপনাকে পাবনা বই সাধার জন্য তবে ব্লগেত আহ্বান করতে পারি ? আপনার লিখা পোষ্ট ভাল লাগল।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই, লিখেন। অবশ্যই আমি কিনবো

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তারুণ্যের জয় হোক। আরো আরো তরুণ লেখকের জন্ম হোক।....

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৫

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: জয় তারুণ্যের জয়..

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২

আহলান বলেছেন: ভালো ... তবে মান সম্মত লেখা বের হচ্ছে না, এটা নিয়ে অনেক কথা উঠছে

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: এর ভেতর থেকেই বের হয়ে আসবে একদিন

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উৎসাহব্যঞ্জক পোষ্ট লেখার জন্য । বেঁচে থাকুন সুদীর্ঘ দিন মাস বছর তাহলেই অনেক অনেক বই মেলায় আপনার দেখা পাবে তরুণ লেখক কবি রা আর আমরা গুরুত্বপূর্ণ পোষ্ট পড়তে পারব। ভালো থাকুন ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ প্রকাশ দা, ভালো থাকবেন

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

কালের সময় বলেছেন: খুব গুছিয়ে লেখেছেন ভালো লাগল ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ কালের সময়। ভালোবাসা জানবেন।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

গালিব মিয়া বলেছেন: "তারুণ্যের জয় হোক। আরো আরো তরুণ লেখকের জন্ম হোক।" - কথাটি খুবই ভালো লাগলো। তরুনদের সাথে থাকলে তারও ভালো কিছু করতে পারে। :)

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: তারুণ্যের জয় হোক..

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

রুহুল গনি জ্যোতি বলেছেন: বেশ মজা করে লিখেছেন, খুব ভালো লাগলো। আপনার আন্তরিকতা ও উৎসাহ দেশের তরুন লেখকদেরেআরো উৎসাহিত করুক এই কামনা করি।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: তরুণরাই একদিন প্রবীণ লেখক হবেন। তখন তাদের বই কেনার জন্য আর অটোগ্রাফ নেয়ার জন্য লাইন ধরে দাঁড়াতে হবে।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:১৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: কথা সত্য, মন্তব্যের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.