নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

এতটুকু আবেগ আমাদের কাছ থেকে তো পেতেই পারেন তিনি, না-কি?

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

শিরোনাম দেয়া হলো ''আজই কি শেষ, মাশরাফি?''

তারপর প্রশ্ন, মাশরাফি, টি-টোয়েন্টির দিন কি তবে ফুরোল?

সিনিয়র ক্রিড়া সাংবাদিক উৎপল শুভ্র'র লেখা আমার বরাবরই ভালো লাগে। তিনি একজন বড় মাপেরে ক্রিড়া লেখক- এ কথা স্বীকার করতেই হবে। অন্য কোন খেলার খবর না পড়লেও তাঁর লেখা আমি অতি মনযোগ দিয়ে পড়ে থাকি।

কিন্তু মাশরাফির মতো অধিনায়ককে এ ধরণের প্রশ্ন করা কতোটা সমীচীন? আর প্রথম আলো কী করে এরকম একটি শিরোনাম করে?

মাশরাফি বিদায় নেবেন কি নেবেন না, সেটা তাঁর হাতেই ছেড়ে দেয়া হোক। একটা সময় তিনিই সবাইকে ডেকে জানাবেন, ''আমি যাচ্ছি.....'' আর সেদিন আমরা তাঁর কোটি ভক্তগণ চোখের জলে তাঁকে বিদায় জানাবো।

কিন্তু প্রথম আলো চায়টা কী? কী তাঁদের উদ্দেশ্য? আগের সাক্ষাৎকারটিতেও খোঁচা মারা প্রশ্ন ছিল। আজকের সাক্ষাৎকারে মাশরাফি বলেই ফেললেন, ''এটা নিয়ে বাসায় গিয়ে ভাবব।'' প্রশ্নের জবাবেই বুঝা যায় তিনি কতোটা বিরক্ত হয়েছেন।

এখনই অবসর অবসর করে তাঁর মাথা খাওয়ার কি দরকার? বিশ্বকাপ প্রতিযোগিতার মাঝখানে এসব প্রশ্ন তোলারই বা কি উদ্দেশ্য?

কোন উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছে প্রথম আলো ও উৎপল শুভ্র গং??

এক দিক দিয়ে আইসিসি ও ইন্ডিয়া যোগসাজেশ করে খেলোয়াড়দের মনোবল ভেঙে দেয়ার জন্য একের পর এক কাজ করে যাচ্ছে। প্রথম আলোও কি তাই করে যাচ্ছে, কিংবা চেষ্টা করছে?

উৎপল শুভ্র'র বারবার জিজ্ঞাসা করা মানে তিনি চাইছেন মাশরাফি যেন তাড়াতাড়ি রিটায়ার করেন। আপনারা সাংবাদিকরা কি জোর করেই মাশরাফিকে অবসর নেওয়াতে চাচ্ছেন?

....মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে গভীর দাগ রেখে গেছেন। 'ধরে দেবানি' বলে যে তরুন প্রথম সবার দৃষ্টি আকর্ষন করেছিলেন, সেই মাশরাফি এখন পরিণত যুবক হয়ে উজ্জ্বলতার সাথে শেষ করতে যাচ্ছেন তাঁর ও বাংলাদেশের ক্রিকেটের এক বর্ণিল অধ্যায়। মাশরাফির জয় হক। তাঁর বিদায় হোক মধুময়।

আমরা চাই মাশরাফি যতদিন ইচ্ছে অধিনায়ক থাকুক। তাঁর নেতৃত্বে যদি একটি ম্যাচও না জেতে বাংলাদেশ। তবুও থাকুক মাশরাফি।

কথাটা যদি অতি আবেগী হয়ে থাকে হোক। এতটুকু আবেগ আমাদের কাছ থেকে তো পেতেই পারেন তিনি, না-কি?




মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৭

বিজন রয় বলেছেন: তার সিদ্ধান্ত সেইই নিক।

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আমারও একই কথা। মাশরাফির সিদ্ধান্তটা সেই নিক।

২| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৫

আমিই মিসির আলী বলেছেন: প্রথম আলো সব সময় আকামে থাকে।
কাজের কাজ কিছুই করে না।

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: অনেকটাই সত্য। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৮

অশ্রুকারিগর বলেছেন: মাশরাফির নয়, উৎপল শুভ্র'র রিটায়ারমেন্ট চাই। দিন দিন বিরক্তিকর হয়ে যাচ্ছে এই লোকের ম্যাচ রিপোর্ট।

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৬

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: তাহলে তো ভালোই হয়। হাহা হা মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৫

অামিও সুখী বলেছেন: বাংলাদেশ ক্রিকেট কে ধ্বংস করার জন্য এরা উঠে পরে লেগেছে
আর বেশির ভাগ সময় তারা ভারতের আনন্ধ বাজার পত্রিকার অনুশরন করে খবর প্রকাশ করে ।
বাংলাদেশ এর প্রথম হিরো আশরাফুল কেও খেয়েছে এই প্রথম আলো ।

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ওরা সব এক। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

খেলাধুলা বলেছেন: শুভ্র নামক ভাদাটা কবে অবসর নিবে জনাতে মন চায়।
http://www.somewhereinblog.net/blog/sportsreport/30120656

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.