নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

মেয়েরা সাহস নিতে পারেন এই মেয়েটি থেকে

১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:২৩

কুড়িল ফ্লাইওভারের নিচে থেমে থাকা কালো রঙের প্রাইভেট কারটি লক্ষ্য করে তীব্র গতিতে মেয়েটি তার পায়ের একপাটি জুতা ছুড়ে মারলো। এর পর পরই কালো রঙের গাড়িটি সামনে এগুতে লাগলো।

কিছুটা পেছনেই ছিল আমার গাড়ি। আমি গাড়ির গতি বাড়িয়ে দিয়ে কালো রঙের গাড়িটির গতিরোধ করে সামনে এসে পথ আগলে দাঁড়ালাম। গাড়িটি সাইট করতে বাধ্য করলাম।

গাড়িটিকে থামতে দেখে মেয়েটি দ্রুত পায়ে হেঁটে এলো আমাদের দিকে।

ড্রাইভিং সিটে থাকা ছেলেটি বের হয়ে এলো। চুলের রঙ ও চেহারা দেখে প্রাথমিক দৃষ্টিতে বড় লোকের কুলাঙ্গার বলেই মনে হলো।

"হেই ম্যান হোয়াটস রঙ?" উচ্চস্বরে বলল আমাকে।

কী জবাব দিবো ভেবে পেলাম না। সত্যিই তো কেন পথ আগলে দাঁড়ালাম আমি! মাথা কাজ করছিল না কিছু সময়ের জন্য।

এমন সময় মেয়েটি হন হন করে কাছে এসে দাঁড়ালো আমাদের। চিৎকার করে বলল, "ভাই, আমি হেঁটে আসছিলাম। এই বদমাশ বাজে মন্তব্য করে আমাকে ওর গাড়িতে উঠতে বলছিলো। এ জন্য ওকে আমি পায়ের জুতা ছুড়ে মারছি।"

জিজ্ঞেস করলাম, " কি রে ব্যাটা ঘটনা সত্য? চড় মেরে তোর সব দাঁত ফেলে দিবো। বল ঘটনা সত্য?"

"আপনে জানেন আমি কে?" নিজের দিকে আঙুল দেখিয়ে বলল কুলাঙ্গার।

"তুই নিজেই তো জানস না তুই কে। আমি কী করে জানবো রে?" বললাম আমি। অপরাধীর চিত্ত সদা দুর্বল হয়- এ কথা আমার জানা রয়েছে। তাই নিজের চে' গা-গতরে ডাবল হওয়া সত্ত্বেও ভয় পেলাম না মোটেও।

কথার ফাঁকেই মেয়েটি 'ঠাস' করে কুলাঙ্গারের গালে কষে আড়াই মণ ওজনের এক চড় বসিয়ে দিলো। লম্ফ দিয়ে বাম হাতে মারলাম আমিও একটা।

অবস্থা বেগতিক দেখে অবশেষে কুলাঙ্গার মেয়েটির কাছে মাফ চাইলো দুহাত জোর করে। তরুণিটির সাহস দেখে আমি মুগ্ধ এবং অভিভূত।

কুলাঙ্গারকে পুলিশে দিতে চাইলাম। তরুণি বলল, "থাক ভাইয়া বদমাশটার শিক্ষা হয়েছে। ছেড়ে দেন।"

আমি আরো অভিভূত হলাম, যখন জানতে পারলাম, তরুণিটি একজন গার্মেন্ট শ্রমিক। কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলো সে।

আজকাল পথ চলতে প্রায়ই মেয়েদের এরকম বদমাশদের কবলে পড়তে হয়। তবে সেই বদমাশদের কিভাবে শায়েস্তা করতে হয় এই তরুণিটির কাছ থেকে শিক্ষা নিতে পারেন অনেকেই। আগ পিছ না ভেবে পায়ের একপাটি জুতা খুলে সজোরে ছুড়ে মারুন এদের দিকে। গালে বসিয়ে দিন আড়াই মণ ওজনের চড়...।

মন্তব্য ২৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৪

শেয়াল বলেছেন: সাবাশ ! ! গর্বে বুক স্ফীত হয়ে গেল ।

১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ

২| ১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: ঠিক সময়ে ঠিক কাজটি করতে পেরেছেন বলে অশেষ ধন্যবাদ, আসুন সবাই শিক্ষা নেই - অপরাধীকে তার প্রাপ্য সাজা দিতে হবে ।

১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

মিশু ইমতিয়াজ বলেছেন: আপনার মত কিছু ভালো লোক আছে বলে ,,,

১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভালোবাসা জানবেন

৪| ১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার মতো ভাল লোক যে সব তরুনীর পাশে থাকে না! সমস্যাতো ওখানেই।

অনেকেই এরকম ঘটনায় তামাশা! দেখে! তথাকথিত মজা নেয়! বা ঘটনা পরবর্তী কাউন্টার ঘটনায় সে একা হয়ে পড়ার আশংকা করে! তাইতো কুলাঙ্গারদের বাড় বেড়ে যায়।

তবে সাহসী ঘটনায় সাধুবাদ- আপনাতেও সাহসের সাথে সত্যের সাথে থাকায় :)

+++

১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ দাদা

৫| ১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

অরন্যে রোদন - ২ বলেছেন: স্যালুট বস, আপনারে আর ঐ সাহসী মেয়েটারে।

১৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ১৬ ই মে, ২০১৬ রাত ৯:০০

মোটা ফ্রেমের চশমা বলেছেন: দারুণ কাজ করেছেন ভাই মেয়েটার পাশে দাঁড়িয়ে।

১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:২৮

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৭| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:৩২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: উফস..দারুন।

১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:৩০

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ

৮| ১৭ ই মে, ২০১৬ রাত ১২:৫৭

শামস 8929 বলেছেন: জুয়েল ভাই আমার সব ধন্যবাদ আপনাকেই। আপনার "তুই নিজেই তো জানস না তুই কে। আমি কী করে জানবো রে?" ডায়লগটাই সবকিছু সম্ভব করে তুলেছে। আমার সব কৃতজ্ঞতা আপনার জন্য।।।।।।

১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:২৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

৯| ১৭ ই মে, ২০১৬ ভোর ৬:৫২

মশার কয়েল বলেছেন: অসাধারণ কাজ করেছেন ৷ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা ৷মেয়েটির থেকে যেমন অন্য মেয়েদের সাহস নেওয়া উচিত তেমনি আপানার থেকে অন্যদের শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি ৷

১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:২৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

১০| ১৭ ই মে, ২০১৬ সকাল ৯:৫২

ব্যাক ট্রেইল বলেছেন: মেয়েটা এবং আপনার জন্য সমান ভালো লাগা :)

১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:২৯

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ভাই

১১| ১৭ ই মে, ২০১৬ সকাল ১০:১৯

নতুন গেম বলেছেন: ধন্যবাদ ভালো শেয়ার ।

১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:৩১

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য

১২| ১৭ ই মে, ২০১৬ সকাল ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: "তুই নিজেই তো জানস না তুই কে। আমি কী করে জানবো রে?" - দারুণ বলেছিলেন কথাটা। ঘটনাটা জেনে ভাল লাগলো, মেয়েরা ঘুরে দাঁড়াচ্ছে, এ কথা ভেবে।

১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:৩২

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইজান

১৩| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:১৪

সিলা বলেছেন: আমি হলে এক ঘুসিতে নাকটাই ভেংে দিতাম

১৪| ২০ শে মে, ২০১৬ রাত ১২:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: খুব ভাল লাগল জেনে। এভাবেই শায়েস্তা করা দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.