নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

তুমি বড় হয়ে ভালো মানুষ হবে। দেশ ও মানুষের জন্য কাজ করবে

১১ ই জুন, ২০১৭ রাত ১২:৫১

গাইনি ডাক্তার তিনদিন আগে ডেট দিয়ে ছিলেন। আমরা গেলাম তিন দিন পর।

ভাবলাম, নয় মাস গেল গা তিন দিনে এমন আর কি হবে!

ডাক্তার আমার মুখের দিকে তাকিয়ে বললেন, "তোমাদের তো তিন দিন আগে আসতে বলেছিলাম। এত লেট করলে কেন?"

কাচুমাচু করে বললাম, "ম্যাডাম এটাই আমার প্রথম বিবাহ আর প্রথম সন্তানও বটে। বাচ্চ-কাচ্চা হওনের কোন পূর্ব অভিজ্ঞতা নেই তো তাই তেমন গুরুত্ব দেই নি। ভাবলম, তিন দিন কী এমন লেট!"

ম্যাডাম ক্ষিপ্ত হয়ে বললেন, " কথা বার্তায় তো মনে হচ্ছে বড় ত্যাদড় তুমি। সব বিষয়ে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এটা কোন কোম্পানির চাকরি না যে পূর্ব অভিজ্ঞতা লাগবে।"

মুখের ভাব যথা সম্ভব শুকনো করে বললাম, "জি ম্যাডাম। নেক্সট টাইম আর হবে না।"

"শোন, লেট করে বিষয়টিকে বড় জটিল করে ফেলছ তোমরা। বাচ্চা এতদিনে পেটের ভেতর পায়খান-টায়খান করে অবস্থা খারাপ করে ফেলছে। পায়খানা করে সেই পায়খানা সে আজ ক'দিন ধরে খাচ্ছে।"

মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বাহিরে কতো ভালো-মন্দ খাচ্ছি আমরা। আর আমাদের বাচ্চা পেটের ভেতর কি-না পায়খানা খাচ্ছে!

বললাম ম্যাডাম এখন উপায়?

"চিন্তা কইরো না আধ-ঘণ্টার ভেতর সব ব্যবস্থা করতেছি।"

প্রায় পয়ত্রিশ মিনিট পর একটি টাওয়াল প্যাছিয়ে ছেলেকে আমার কোলে তুলে দিলেন একজন নার্স। কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেলাম।

মনে হলো যেন একখণ্ড চাঁদের টুকরো হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমার ঠোঁট কাঁপতে লাগলো। চোখ দুটো টলমল করে উঠলো।

সে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

দেখতে দেখতে সেই চাঁদের টুকরোটার বয়স পাঁচ হয়ে গেল আজ।

সেদিন সে জিজ্ঞেস করলো, "আব্বু আমি কবে বড় হবো?"

"আর বেশি দিন বাকি নেই আব্বু। জানালার শিক ধরে ঝুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবা।"

"বড় হয়ে আমি কী হবো আব্বু?"

কপালে চুমু খেয়ে বললাম, "তুমি বড় হয়ে ভালো মানুষ হবে। দেশ ও মানুষের জন্য কাজ করবে।"

এরপর থেকে 'বড় হয়ে কী হবে' এ কথা কেউ তাকে জিজ্ঞেস করলেই বলে. "ভালো মানুষ হবো। দেশ ও মানুষের জন্য কাজ করবো।"

সবাই দোয়া করবেন বড় হয়ে ছেলে যেন আমার ভালো মানুষ হতে পারে। দেশ ও জনগনের জন্য কাজ করে যেতে পারে...।

কারো কারো না দোয়া অবশ্যই কবুল করবেন মহান আল্লাহ পাক।


মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ রাত ১:০০

নীল মনি বলেছেন: এই কথাটি আমিও বলি -বড় হয়ে ভালো মানুষ হতে হবে।

২| ১১ ই জুন, ২০১৭ রাত ১:০৩

মানবী বলেছেন: ডাক্তার আপনাকে "তুমি" বলে সম্বোধন করেছিলো!!! (ইংরেজীতে কথোপকথন হলে ভিন্ন কথা!)

আপনার সন্তানের জন্য প্রার্থনা। ওর জীবনের লক্ষ্য খুব সুন্দর, তাই যেনো সে হতে পারে।

৩| ১১ ই জুন, ২০১৭ রাত ২:০৮

সুমন কর বলেছেন: বাবুটির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা। মানুষ হওয়াটাই কঠিন কাজ। কঠিনকে জয় করুক।

৪| ১১ ই জুন, ২০১৭ রাত ২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: বড় কঠিন শিক্ষা দিয়েছেন।। কামনা করি এটাকেই মূলমন্ত্র করে এগিয়ে যাক আপনার বাবুটি।। শুভকামনা রইলো।।

৫| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:১২

মোস্তফা সোহেল বলেছেন: সবার চাওয়া যেন আপনার মতই হয়।
দোয়া করি আপনার সন্তান যেন একজন খাটি ভাল মানুষ হয়।

৬| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:২৭

করুণাধারা বলেছেন: বাবুটার সুন্দর জীবনের জন্য শুভকামনা।

৭| ১১ ই জুন, ২০১৭ সকাল ১০:৪০

প্রথমকথা বলেছেন: ছেলের জন্য অনেক দোয়া, শুভ কামনা অফুরান।

৮| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: শুভ কামনা।

৯| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:২০

নতুন বলেছেন: এই ব্লগটি দেখিয়ে আমি আমার স্ত্রীকে বলছিলাম.... যে এমন বাবা/মায়ের সন্তান খারাপ হতে পারেনা।

যে ছোট বেলা থেকে সন্তানকে বড় হয়ে ভাল মানুষ এবং দেশের জন্য ভালো কিছু করতে স্বপ্নের বীজটি বুনে দেয়।

আপনার সন্তান অবশ্যই বড় হয়ে বড় মনের মানুষ হবে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.