নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব কিছুই চায় না....

৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

...বন্ধুত্বের সম্পর্কগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে অনেক। চেনা মানুষগুলো হয়ে উঠেছে অচেনা। দেখা হলে বন্ধুদের অনেকেই জোর করে হাসে আজকাল। তাদের সেই হাসিতে প্রাণ থাকে না। থাকে কৃত্রিম উচ্ছ্বাস মাত্র।

বন্ধুদের ঠোঁটের কোনায় ফুটে উঠা কৃত্রিম হাসি রেখা দেখতে বড় কুৎসিত দেখায়। বড় বেমানান লাগে....।

বিষয়টি মাঝে মাঝে বেশ পীড়া দেয়। বন্ধুত্বের বন্ধন চিরদিন অটুট ও অম্লান থাকবে এটাই তো স্বাভাবিক হবার কথা। অথচ সব কিছুর মতো বন্ধুত্বের বন্ধনগুলোও ম্লান হতে চলেছে ইদানীং....।


সেদিন এক বন্ধু অভিযোগ করলো একেবারে সামনাসামনি দেখা হবার পরও আমাদের এক বন্ধু তাকে চিনতে পারে নি। ঘটনাটা তাকে অবাক করে। পাঁচ বছর একই সাথে বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্ট এ পড়ার পরও প্রিয় বন্ধুটি তাকে অচেনার ভান করে।

ঘটনাটা শুনে আমরা অনেকেই আহত হই।

এরকম অভিযোগ প্রায়ই শুনতে পাই ইদানীং। অমুক ফোন ধরে না...। অমুক পাশ কাটিয়ে গেল..। অমুকের ভাব বেড়ে গেছে...।

বন্ধুদের বোঝা উচিত "বন্ধুত্ব" কিছুই চায় না। চায় শুধু প্রাণ খোলা হাসি...। বুকভরা উচ্ছ্বাস। আর ডিকশনারি বহির্ভূত কিছু শব্দ চয়ন!!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: তবে দুষ্ট বন্ধুর চেয়ে- বন্ধু না থাকাই ভালো।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: মানুষ কম বেশি সবাই স্বার্থপর, কেউ কম কেউ বেশি।
বন্ধুত্বের ময়দানে স্বার্থপরতা কিংবা ঈর্ষা থাকা স্বাভাবিক, যেখানে মানুষ সময়ে সময়ে নিজের ভাই-বোনকে চেনে না।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:


আরেকটু সহজ হোন, জীবন পুরোটা কিন্তু ইউনিভার্সিটির জীবন নয়

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

তারেক_মাহমুদ বলেছেন: নিষ্ঠুর বাস্তবতা মানুষকে কৃত্রিম করে দেয়, কোথায় পাবেন সেই প্রান খোলা হাসি।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাস্তবতার চাপে বন্ধুত্বের সেই প্রাণখোলা হাসি ধরে রাখা সহজ নয়।
তবুও প্রত্যাশা- বন্ধুন্ত অমলিন থাক সারা জীবন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.