নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

Oh my sweet \'90s !!!

০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:২৬

'৯০ এর কিশোরবেলার কথা মনে পড়ে খুব।
.
.
.
.



Oh my sweet '90s !!!

কি ছিল না '৯০ এর কিশোর বেলায়। আমাদের কিশোর বেলায়!!!

গানে- কুমার শানু, বিনোদ রাঠোর, উদিত নারায়ন, অভিজিত, এন্ড্র কিশোর, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অনুরাধা পাড়োয়াল, অলকা ইয়াগনিক, সাধনা সার্গাম, কবিতা কৃষ্ণমূর্তি, জেমস, বাচ্চু, হাসান, বিপ্লব, মেজবাহ, টিপু, বাবু, রবি চৌধুরী, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, খালিদ হাসান মিলু, পলাশ, বাদশা বুলবুল, মনি কিশোর, মনির খান, শুভ্র দেব, শেখ ইসতিয়াক, আব্দুল মান্নান রানা....

সিনেমায়- রুবেল, সালমান শাহ, ইলিয়াস কাঞ্চন, জসিম, মান্না, ওমর সানী, দিতি, মৌসুমী, শাবনূর, চম্পা, রাজীব, হুময়ূন ফরিদি, আহমদ শরীফ, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, নাসির খান, রিনা খান, দিলদার, টেলি সামাদ, আনিস, হাসমত, আনোয়ার হোসেন, আনোয়ারা, ডলি জহুর, প্রবীর মিত্র, ব্লাক আনোয়ার, দারাশিকো, মাহবুব খান গুই....

নাটকে- তৌকির, জাহিদ হাসান, আজিজুল হাকিম, টনি ডায়েস, খালেদ খান, বিপাশা, শমি কায়সার, আফসানা মিমি, মিতা নূর, তানিয়া, সালেহ আহমেদ, আবুল খায়ের, আবুল হায়াত....

পরিচালনায়- শহীদুল ইসলাম খোকন, কাজী হায়াৎ, এ জে রানা, দিলীপ বিশ্বাস, বাদল খন্দকার, মালেক আফসারী, শফি বিক্রমপুরী, রায়হান মুজিব, আবুল খায়ের বুলবুল, আমজাদ হোসেন...

খেলায়- কাবাডি, ডাংগুলি, দাড়িয়াবান্ধা, মারবেল, গোল্লাছুট, লুকুচুরি, ছোঁয়াছুয়ি, ঘুড্ডি ওড়ানো, মাংস চুরি, সাতচারা, কাদামাটিতে ফুটবল, বিলের জমিনে ভেলা বাসানো, গুলাইল দিয়ে পাখি শিকার, তিন চাক্কার বেয়ারিং এর গাড়িদে চড়া, সুপারি গাছের খোলে বসিয়ে টানা, তিন গুটি, ছয় গুটি, ষোল গুটি, লুডু, খেজুর বিচি দিয়ে চার গুটি, ক্যারাম....

রেডিও অনুষ্ঠানে- অনুরোধের আসর গানের ডালি, বিজ্ঞাপন তরঙ্গের নানা অনুষ্ঠান, সিনেমার উপর ১০ মিনিটের বিশেষ অনুষ্ঠান, দু্র্বার, খেলাধুলার খবর...

টিভি অনুষ্ঠানে: আলিফ লায়লা, সিন্দবাদ, ম্যাকগাইবার, রোবোকপ, মুগলি, টিপু সুলতান, আকবর দি গ্রেট, দি এক্স ফাইল, হারকিউলিকস, ছায়াছন্দ, মাটিও মানুষ, মিস্টিরিয়াস আইল্যান্ড....

খাবারে- চারআনা-আটআনার রঙিন কাঠি আইসক্রিম, এক টাকার দুধ মালাই, মুড়ির মোয়া, মুড়লি, মনেক্কা, লাঠি লজেন্স, সন পাপড়ি, বেলা বিস্কুট, কুকিজ বিস্কুট, একটাকার বনরুটি, দুই টকার বাটার বন, দুইটাকার ক্রিম রোল, তিনটাকার হট পেটিস, চার আনার লাল সন্দেস, চার আনার নাবিস্কো নানা রঙের লজেন্স, সুপার বিস্কুট, পাইন আপেল বিস্কুট, গ্লুকোজ বিস্কুট, ঝিনুক দিয়ে কাঁচা আম কেটে খাওয়া, কাঁচা তেঁতুল চিবিয়ে ও পুড়ে খাওয়া, আলু পোড়া, খড়ের আগুনে ধান ছিটিয়ে খই ফুটিয়ে খাওয়া, সিমির বিচি, চালভাজা, ক্ষুদ ভাজা, বিচকিলা দিয়ে মুড়ি মাখিয়ে খাওয়া, কাঠালের মুচিভর্তা, কাঠালের হালি ভাজা...

Oh my sweet '90s !!! তুমি কি ছিলে কি করে বুঝবে এখনকার কিশোররা!!!!














মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:


৯০ সালে আপনি কি অন্য গ্রহে ছিলেন?

২| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: হা হা মজার পোস্ট ভাইয়া!

তবে চাঁদগাজীভাইয়ার রাগ লাগছে তার ৬০ এর কথা মনে করে! :P

৩| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায় - - -


৪| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:১৩

জগতারন বলেছেন:
আমার কিশোর বেলা ১৯৭৬-৭৭।
বৃওহত্তর ফরিদপুরের মাদারিপুর মহকুমার রাজৈর থানার বদরপাশা ইউনিয়ন -এর শংকরদী গ্রাম, প্রমত্তা কুমার নদীর দক্ষিন পাড়।
আমদের কিশোর বেলায় ছিল প্রাকৃতিক সৌন্দার্য-এর প্রাচর্য্য ছিল অঢেল যা বলে শেষ করা যাবে নয়া।

৫| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: ৯০ এর দশোকে মানুষ ভালো ছিল। এখন সবাই বদ হয়ে গেছে।

৬| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৮:৫৬

রিফাত হোসেন বলেছেন: সেই দিনগুলি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.