নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

আদর্শ শিক্ষক

০২ রা জুলাই, ২০২১ রাত ১১:১০

গতকাল লিখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রঙ-বেরঙ এর অযোগ্য শিক্ষকদের নিয়ে। এই অযোগ্যদের ভিড়ে সত্যিকারের গুরু বলতে যা বুঝায় ঢাবি তে এমন কিছু শিক্ষকও রয়েছেন। জ্ঞানের পরিধির মতো যাঁদের মমতা ও স্নেহের পরিধিও পর্বতসম।

তেমনি একজন শিক্ষক ড. আহমেদ এ জামাল স্যার, বিশ্ববিদ্যালয় ছেড়ে যাবার পরও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের সাথে যার স্নেহের বন্ধন ছিন্ন হয় না। প্রায় একযুগ হতে চললো বিশ্ববিদ্যালয় ছেড়ে এসেছি। এখনো স্যার যখন ফোন দিয়ে খাওয়া-দাওয়া যেন ঠিক মতো করি, শরীর কে যেন একটু শান্তি দেই, শরীরের যেন যত্ন-টত্ন নেই-এমন কথা বলেন, তখন সত্যি আবেগাপ্লুত হয়ে পড়ি। চোখের কোণে জল জমা হয়। শুধু পাঠদান ই একজন শিক্ষকের কর্ম পরিধি হতে পারে। কিন্তু একজন "আদর্শ" শিক্ষকের পরিধি ব্যাপক। ড. আহমেদ এ জামাল স্যার একজন আদর্শ শিক্ষক। একজন সত্যিকারের গুরু। সর্বদা আপনার মঙ্গল কামনা করি স্যার। ভালোবাসা অবিরাম।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১:৩৮

অদ্ভুত_আমি বলেছেন: জুয়েল ভাই, এমন শিক্ষক পাওয়া আসলেই ভ্যাগের বিষয় । শিক্ষক ও ছাত্র দুই জনের জন্য শুভকামনা ।

অফটপিকঃ ফাল্গুনী বাস যাত্রা এখনো অনেক মিস করি। একবার শাহবাগ থেকে কিছু বহিরাগত বাসে উঠলে, আপনি জিজ্ঞাসা করলেন কোন ডিপার্টমেন্টে পড়, কোন হলের ? কার্জন হল এটাস্টেড কিনা ?? আর সেই বান্দা তো বলল সে কার্জন হল এটাস্টেড, আমরা তো হাসতে হাসতে শেষ।

০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.