![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
বছর চারেক আগে আশফাক নিপুন ভাই'র সাথে পরিচয় হয়। আমরা দুজন মিলে এনটিভির জন্য "'সুখের ছাড়পত্র" নামে একটি নাটক নির্মাণ করেছিলাম। নিপুন ভাই ছিলেন নির্মাতা আর আমি প্রযোজক হিসেবে কাজ করেছি। তাহসান-মিথিলার অভিনয়ে নাটকটি ব্যাপক জনপ্রিয় হয়।
নিপুন ভাই কে দেখে মনে হয়েছে তিনি এমন একজন পরিচালক যিনি, কোনও দৃশ্য পুনরায় শ্যুট করতে দ্বিধা করেন না। অনেক যত্ন নিয়ে নিখুঁতভাবে প্রতিটি দৃশ্য ধারণ করে থাকেন।
সদ্য ঝড় তোলা ওয়েব সিরিজ "মহানগর" দেখার পর নতুন করে আরেক আশফাক নিপুন কে চিনলাম আমরা। সত্যি অসাধারণ ও সাহসী নির্মাতার পরিচয় দিয়েছেন আশফাক নিপুন তার এই সিরিজে।
অভিজাত এক রাতের পার্টি থেকে ঘটনা শুরু হয়। শিল্পপতি রাজনীতিবিদ আলমগির চৌধুরীর দাপুটে ছেলে আফনান চৌধুরী ক্ষমতার দর্পে তাস খেলাতেও হারতে চায় না। এটুকুতেই তার মুড খারাপ হয়ে যায়। দেখা যায়, নিজের বান্ধবীকে তুচ্ছ করে সে পার্টি থেকে বেরিয়ে আসে। এর পর বেসামাল আফনানের গাড়িতে চাপা পড়ে একজন সাধারণ মানুষ। পুলিশ তাকে থানায় ধরে নিয়ে এলে চারদিকে হইচই পড়ে যায়। আলমগির চৌধুরী যে-কোনও মূল্যে ছেলেকে ছাড়ানোর জন্য প্রতিনিধি পাঠান থানায়।
প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে’। এখানেও কি এমনটি হবে? মানুষের এই স্বাভাবিক উৎকণ্ঠাকে ভালো ভাবে জাগিয়ে রাখতে পেরেই 'মহানগর' ওয়েব সিরিজটি দর্শক মহলে সাড়া ফেলেছে।
টানা একটি রাতের কথা চিত্রনাট্যে তুলে ধরা বেশ কঠিন কাজ বটে। কিন্তু সেটিকে ই নির্মাতা আশফাক নিপুন সহজভাবে তুলে এনেছেন। এখানেই দক্ষ নির্মাতার মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়।
অভিনয় এই সিরিজের বিশেষ সম্পদ। মোশারফ করিম সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। ওসি হারুন তাঁর অভিনয়ে এখানে জীবন্ত এবং গোটা সিরিজের প্রধান আকর্ষণ। মাঝে মাঝেই তাঁর ‘দুইটা কথা মনে রাখবা...’ ডায়লগ টি আজ অনেকের মুখে মুখে।
সাব-ইন্সপেক্টর মলয়ের চরিত্রে মোস্তাফিজুর নুর ইমরান নিজস্বতায় ভরপুর, এই কারণেই মোশারফ করিমের পাশে তিনি হারিয়ে যাননি।
ক্ষমতাদর্পী আফনানের ভূমিকায় শ্যামল মাওলা মানানসই। দাপুটে এসি শাহানার ভূমিকায় জাকিয়া বারী মম চমৎকার অভিনয় করেছেন। স্বল্প উপস্থিতিতেই নিখুঁত ও ধারালো অভিনয়ে দর্শকদের মন মাতিয়েছেন নাসিরউদ্দিন খান। মাঝে মাঝেই হাজত খাটা লোকটির ভূমিকায় নাসিরের ফিচেল হাসি ভোলা যায় না।
মহানগর'-র প্রথম সিজনের শেষ পর্বের শেষ দৃশ্যে হারুনকে ঘিরে একটি রহস্য তৈরি করা হয়েছে। দর্শকদের মনে প্রশ্ন জাগে, আসলে কি সে সৎ, নাকি ঘুষখোর?
সিজন টু'র জন্য অপেক্ষায় আছি নিপুন ভাই। আশা করছি আপনাকে দেখে অনুপ্রাণিত হবেন অনেকে নির্মাতা...।
ছোট ভাই সফিআলম সজীব এর জন্য শুভকামনা নিপুন ভাই'র সহকারী পরিচালক হিসেবে তোমার দক্ষতাও বৃদ্ধি পেয়েছে বহুগুন। লাগে রাহো বাডি....
©somewhere in net ltd.