![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় অভিজ্ঞ আমিই দি হাবলু । আর আমার মত যারা তাদের জীবনে একটাই কথা সেটা হল: be the হাবলু to rule the world
' হ্যালো '
' হ্যালো , কে বলছেন ? '
' হ্যা....আমি হাবলু বলছি , আপনি শাখাওয়াত বলছেন ? '
' ইয়েস, শাখাওয়াত স্পিকিং , হু আই এম টকিং টু ? '
' কি রে শখি , চিনতে পারছিস না ? আরে আমি তো হাবলু ? '
' হুইচ হাবলু ? '
' আরে বিলাইন্না হাবলু '
' আই এম সরি , আমি আপনাকে চিনতে পারছি না , আপনি মনে হয় রং নাম্বারে ফোন করেছেন , আপনি কাইন্ডলি আবার একটু চেষ্টা করেন '
' আরে......'
কথা টা শেষ হল না খুট করে কেটে গেল । যার সাথে কথা বলছিলাম সে হল মোঃ শাখাওয়াত হোসেন , ডাক নাম শাখাওয়াত । আমরা ডাকতাম শখি বলে। চার বছর একসাথে পড়েছি । একসাথে খাওয়া , আড্ডা , মুভি দেখা
, পি এল এ একসাথে রাত জেগে পড়া , দূর দুরান্তে হেটে যাওয়া শুধু চা খেতে যাওয়ার জন্য, জীবনের লক্ষ্য ঠিক করা , পরীক্ষা খুব বাজে ভাবে দিয়ে এসে একসাথে মুভি দেখতে বসা, সন্ধ্যার দিকে জীবন টাকে আবার ঢেলে সাজিয়ে নতুন উদ্দ্যমে পরের পরীক্ষার জন্য পড়া । এভাবেই চলছিল জীবন । মাঝে থেকে কিভাবে যেন চারটি বছর চলে গেল টের পাইনি ।
পাশ করার পর রেজাল্ট হাতে এল । বরাবর রেজাল্ট আমার খারাপ। টেনেটুনে আমার সিজিপিএ ২.৮ । মাথায় হাত । চাকরি করতে হবে । সংসার এর হাল ধরতে হবে । মাথায় খালি এই সব চিন্তা ঘুরপাক খেতে লাগল । একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছি । আমার পিছে যথেষ্ট টাকা খরচ হইছে । মফস্বলের মধ্যবিত্ত পরিবারের জন্য, ছেলেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানো অনেক সাহসের কাজ । কিন্তু আমি আমার বাবা মা এর কষ্ট টা কে সফল করতে পারিনি ।
শখি কোন কথা বার্তা ছাড়াই আলাদা হয়ে গেল । প্রথম প্রথম ফোন করলে ফোন ধরত না । হয়ত মাঝে মাঝে ফোন ধরত । হুম হাম করে রেখে দিত । অনেক ব্যাস্ত থাকত । তারপর একদিন ফোন করে বুঝতে পারলাম ফোন
বন্ধ । বন্ধ হয়ে যাওয়া ফোন আর খোলে না । ফেইসবুক থেকে রিমুভড । তারপর ও ফ্রেন্ড রিকুএস্ট পাঠাইলাম। এক্সেপ্ট করে না। তো এক সময় আমিও ফোন দিতাম না ।
চাকরির জন্য অনেক যায়গায় এপ্লাই করলাম । ম্যাক্সিমাম জায়গা থেকে কোন রিপ্লাই পেলাম না । তবুও যে দু এক জায়গা থেকে পেলাম ভাইবাতেই আটকে দেয় । বলে রেজাল্ট এর অবস্থা করূন । আমাকে দিয়ে কোম্পানির লস হবে । উন্নতি হবে না । আবার কেউ কেউ অফার অ দেয় তবে বেতন ছয় হাজার টাকা আর কাজের সময় সকাল দশটা থেকে রাত আটটা । এর থেকে ক্লাস টু এর দুটো স্টুডেন্ট রে পড়াইলে কম সে কম দশ হাকার টাকা ইনকাম করতে পারব ।
এখানে ওখানে ছোটাছুটি করে ১ বছরে যখন শরীরে ওজন ২০ কেজি র মত কমেছে , তখন আমি শখি র নতুন নাম্বার পেলাম । শুধু তাই না শুনলাম সে নাকি খুবই ভালো একটা জব করতেছে । বেতন ৪৫+ হাজার । তাই অর
কাছে ফোন দিয়েছিলাম । যাই হোক , বুঝলাম তার এমেনশিয়া হইছে । সবাইকে চিনতে পারে না । ফেইসবুক ফলো করি বলে দেখি আজ এখানে পার্টি, কাল ওখানে পার্টি । বাবা, মা , বোনের জন্য কেনা কাটা । সব চলছে । বুঝলাম ভালোই আছে সে । শুধু ওই রোগ টা ছাড়া ।
আর আমি এখনও সংগ্রাম করে যাচ্ছি । ভালো একটা চাকরইর জন্য । একটা ছোট খাটো ফার্মে কাজ করি । বেতন ওই দশ এর আশে পাশে , জীবনের স্বপ্ন গুলাই হয়তো অধরাই রয়ে যাবে । কিছু করার নেই । এভাবেই জীবন চলে ।
[উপরের সব ঘটনাই সত্য , শুধু নাম ছাড়া । আর গল্প টা আমার ভার্সিটির বড় ভাইয়ের]
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪
দি হাবলু বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২৮
অপূর্ণ রায়হান বলেছেন: বড় ভাইয়ের জন্য শুভকামনা রইল ।
ভালো থাকবেন ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
দি হাবলু বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৬
বাকি বিল্লাহ বলেছেন:
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৫
দি হাবলু বলেছেন:
৪| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ভালো লিখতে পারেন, মন ছুয়ে গেলো।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১৪
সমানুপাতিক বলেছেন: এভাবেই জীবন চলে।
জীবন সংগ্রামে হতাশ হবেন না । শুভকামনা থাকল ।