![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় অভিজ্ঞ আমিই দি হাবলু । আর আমার মত যারা তাদের জীবনে একটাই কথা সেটা হল: be the হাবলু to rule the world
চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে , যদি সেটা হয় আকাশ ভরা তারার মেলায় এক ফালি চাঁদ । চাঁদ কে দেখতে দেখতে মাঝে মাঝে শিহরণ জাগে । কত অদ্ভুত সুন্দর একটা চাঁদ । ডি এস এল আর এ ছবি তোলা চাঁদ আর অরিজিনাল চাঁদ মধ্যে পার্থক্য আছে । অরিরিজানাল চাঁদের মধ্যে রহস্য লুকিয়ে থাকে । কিছু হাহাকার মিশানো সুখ থাকে । কিছু চোখের পানি থাকে ।
আমি চশমা পরি । তাই চাঁদ কে স্পষ্ট দেখতে হলে চশমা পরে দেখতে হয় । তা না হইলে ঝাপসা দেখি । কখনো মনটা খারাপ থাকলে চশমা খুলে বেঞ্চের উপর শুয়ে থাকি । যখন চোখের পানি গড়িয়ে পড়ে , ঝাপসা চোখে চাঁদ দেখতে আরও ভালো লাগে ।
আর যেদিন চাঁদনী রাত থাকে, আল্লাহর রহমতে সেদিন প্রচুর বাতাস ও থাকে । মানে অস্থির একটা পরিবেশ । চাঁদের দিকে থাকিয়ে অনেকক্ষণ নিজের সাথে কথা বলা যায় । যেমন
' কিরে হাবলু , কি অবস্থা '
' এইতো আলহামদুলিল্লাহ , ভালো , তোর কি অবস্থা ?'
' ভালো না রে , কিছুই ভালো লাগে না '
' কেনো কি হইছে ?'
' ঢাকা শহর টা জানি কেমন '
' কেনো ?'
' সবাই খালি দৌড়ায় , কেউ তো থামেনা '
' সবাই তো দৌড়াবেই, সবার তো কাজ আছে , কেউ তো বসে থাকবে না '
' মনে হয় আমি শুধুই অপেক্ষা করি '
' এই কারনেই হয়ত পিছায় আছিস '
' হবে হয়ত '
চাঁদ এর দিকে তাকিয়ে থাকতে একসময় মনে হয় ছোটবেলার কথা , আমার প্রিয় মফস্বল শহরের কথা । আহ , কি দিন কাটাইতাম তখন।
মনে আছে , রাত আট টার সময় লোড শেডিং শুরু হইছে । পড়াশোনা র জন্য হারিকেন ই ভরসা । কিন্তু আজ কেনো জানি হারিকেন এর আলোয় পড়তে ইচ্ছে করছে না । আম্মাও সায় দিল ,ঠিক আছে আজ আর পড়তে হবে না । তখন মনে সে কি আনন্দ । আব্বু আম্মু উঠানে চেয়ারে বসে গল্প করছে । আমাদের উঠানে একটা পেয়ারা গাছ ছিল , তার সাথে একটা দোলনা ঝুলানো ছিল । ঐখানে বসে বসে গান গাচ্ছিলাম এবং চাঁদ দেখছিলাম ।আকাশে তারা ছিল অনেক । অনেক দূরে সাদা মেঘ ঊড়ছিল আকশে । মাঝের যে অংশে মেঘ ছিল না , সে অংশে ছিল অপার অসীমতা । অসীমে হারিয়ে যাওয়ার তীব্র আনন্দ আমি উপভোগ করছিলাম । রুপকথা র গল্পে যেমন শেষে 'happily ever after' থাকে আমার লাইফ টা ঠিক তেমন ই ছিল । জীবনে কোন কমপ্লেক্স ছিল না । ভালো ছিলাম ।
আগে চাঁদের দিকে তাকিয়ে অবাক হতাম । মনে হত ," ঈশ, চাঁদ টাকে যদি ধরতে পারতাম"। আর এখন চাঁদ কে মনে হয় মনের কথা খুলে বলার একমাত্র ভরসা , আমার একমাত্র শ্রোতা । মনের সব কষ্ট গুলো চাঁদের সাথেই শেয়ার করি। আমি এখনো বিশ্বাস করি , চাঁদ মামা আছে । চাঁদ মামা তার পৃথিবীর সব ভাগ্নে - ভাগ্নীর কথা শোনে ।
ভালো থাকবেন সবাই ।
দি হাবলু
০৯ সেপ্টেমবার, ২০১৪
মঙ্গলবার
বিকাল ৩ টা ৪৫ মিনিট
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৭
দি হাবলু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০
কলমের কালি শেষ বলেছেন: ভালো স্মৃতিচারন । ভালো লিখেছেন ।![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)