নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে আমি খুবই আপনভোলা। ভাবতে ভালোবাসি। এই বয়সে কার্টুন দেখে নির্মল আনন্দ পাই। ছবি আঁকাই মনের সুখে। গলা ছেড়ে গান গাই যখন কেউ থাকে না পাশে।

দি হাবলু

জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় অভিজ্ঞ আমিই দি হাবলু । আর আমার মত যারা তাদের জীবনে একটাই কথা সেটা হল: be the হাবলু to rule the world

দি হাবলু › বিস্তারিত পোস্টঃ

চাঁদ মামা আজ বড্ড একা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে , যদি সেটা হয় আকাশ ভরা তারার মেলায় এক ফালি চাঁদ । চাঁদ কে দেখতে দেখতে মাঝে মাঝে শিহরণ জাগে । কত অদ্ভুত সুন্দর একটা চাঁদ । ডি এস এল আর এ ছবি তোলা চাঁদ আর অরিজিনাল চাঁদ মধ্যে পার্থক্য আছে । অরিরিজানাল চাঁদের মধ্যে রহস্য লুকিয়ে থাকে । কিছু হাহাকার মিশানো সুখ থাকে । কিছু চোখের পানি থাকে ।



আমি চশমা পরি । তাই চাঁদ কে স্পষ্ট দেখতে হলে চশমা পরে দেখতে হয় । তা না হইলে ঝাপসা দেখি । কখনো মনটা খারাপ থাকলে চশমা খুলে বেঞ্চের উপর শুয়ে থাকি । যখন চোখের পানি গড়িয়ে পড়ে , ঝাপসা চোখে চাঁদ দেখতে আরও ভালো লাগে ।



আর যেদিন চাঁদনী রাত থাকে, আল্লাহর রহমতে সেদিন প্রচুর বাতাস ও থাকে । মানে অস্থির একটা পরিবেশ । চাঁদের দিকে থাকিয়ে অনেকক্ষণ নিজের সাথে কথা বলা যায় । যেমন



' কিরে হাবলু , কি অবস্থা '

' এইতো আলহামদুলিল্লাহ , ভালো , তোর কি অবস্থা ?'

' ভালো না রে , কিছুই ভালো লাগে না '

' কেনো কি হইছে ?'

' ঢাকা শহর টা জানি কেমন '

' কেনো ?'

' সবাই খালি দৌড়ায় , কেউ তো থামেনা '

' সবাই তো দৌড়াবেই, সবার তো কাজ আছে , কেউ তো বসে থাকবে না '

' মনে হয় আমি শুধুই অপেক্ষা করি '

' এই কারনেই হয়ত পিছায় আছিস '

' হবে হয়ত '



চাঁদ এর দিকে তাকিয়ে থাকতে একসময় মনে হয় ছোটবেলার কথা , আমার প্রিয় মফস্বল শহরের কথা । আহ , কি দিন কাটাইতাম তখন।

মনে আছে , রাত আট টার সময় লোড শেডিং শুরু হইছে । পড়াশোনা র জন্য হারিকেন ই ভরসা । কিন্তু আজ কেনো জানি হারিকেন এর আলোয় পড়তে ইচ্ছে করছে না । আম্মাও সায় দিল ,ঠিক আছে আজ আর পড়তে হবে না । তখন মনে সে কি আনন্দ । আব্বু আম্মু উঠানে চেয়ারে বসে গল্প করছে । আমাদের উঠানে একটা পেয়ারা গাছ ছিল , তার সাথে একটা দোলনা ঝুলানো ছিল । ঐখানে বসে বসে গান গাচ্ছিলাম এবং চাঁদ দেখছিলাম ।আকাশে তারা ছিল অনেক । অনেক দূরে সাদা মেঘ ঊড়ছিল আকশে । মাঝের যে অংশে মেঘ ছিল না , সে অংশে ছিল অপার অসীমতা । অসীমে হারিয়ে যাওয়ার তীব্র আনন্দ আমি উপভোগ করছিলাম । রুপকথা র গল্পে যেমন শেষে 'happily ever after' থাকে আমার লাইফ টা ঠিক তেমন ই ছিল । জীবনে কোন কমপ্লেক্স ছিল না । ভালো ছিলাম ।





আগে চাঁদের দিকে তাকিয়ে অবাক হতাম । মনে হত ," ঈশ, চাঁদ টাকে যদি ধরতে পারতাম"। আর এখন চাঁদ কে মনে হয় মনের কথা খুলে বলার একমাত্র ভরসা , আমার একমাত্র শ্রোতা । মনের সব কষ্ট গুলো চাঁদের সাথেই শেয়ার করি। আমি এখনো বিশ্বাস করি , চাঁদ মামা আছে । চাঁদ মামা তার পৃথিবীর সব ভাগ্নে - ভাগ্নীর কথা শোনে ।





ভালো থাকবেন সবাই ।





দি হাবলু

০৯ সেপ্টেমবার, ২০১৪

মঙ্গলবার

বিকাল ৩ টা ৪৫ মিনিট









মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২০

কলমের কালি শেষ বলেছেন: ভালো স্মৃতিচারন । ভালো লিখেছেন । :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

দি হাবলু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.