নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে আমি খুবই আপনভোলা। ভাবতে ভালোবাসি। এই বয়সে কার্টুন দেখে নির্মল আনন্দ পাই। ছবি আঁকাই মনের সুখে। গলা ছেড়ে গান গাই যখন কেউ থাকে না পাশে।

দি হাবলু

জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় অভিজ্ঞ আমিই দি হাবলু । আর আমার মত যারা তাদের জীবনে একটাই কথা সেটা হল: be the হাবলু to rule the world

দি হাবলু › বিস্তারিত পোস্টঃ

১০ বছরের হাবলু কে ২২ বছরের হাবলুর খোলা চিঠি

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

প্রিয় হাবলু ,

কেমন আছিস ? জানি এ প্রশ্ন করা অবান্তর । তারপরেও করলাম আর কি । আর আমি ? আমি ভালোই আছিরে । তোকে যখন চিঠিটা লিখতে বসেছি তখন আমি আমার ইউনিভার্সিটি লাইফের একদম শেষ পর্যায়ে। আর মাস ছয়েক পর শুরু হবে আসল সংগ্রাম । বেঁচে থাকার সংগ্রাম ।

আমি জানি তোর মাথায় একটা কথা ঘুরছে সেটা হল , ইউনিভার্সিটি কি ? ইউনিভার্সিটি হল উচ্চশিক্ষার জায়গা অর্থাৎ কলেজ থেকে বড় জায়গা । ঐযে , যেখান থেকে পড়ার পর মানুষ ইঞ্জিনিয়ার , গণিতবিদ, পদার্থবিদ, বুদ্ধিজীবি হয় আর কি । কিন্তু সেটা ডিগ্রি কলেজ থেকে বড় । হয়ত অনেকে এটা শুনে হাসবে , যে তুই ইউনিভার্সিটি কি জানিস না । বাংলাদেশের দক্ষিণে একটা মফস্বল শহরে ক্লাস ফাইভে পড়া আত্মভোলা ছেলের জন্য এটাই কি স্বাভাবিক না ? যাইহোক আমি সেখানকার লেখাপড়ার একদম শেষ পর্যায়ে । তোকে কিছু বলতে ইচ্ছে করছে এই জন্যই আমার লিখতে বসা ।

তোর কমিক্স গুলা একটু যত্ন করে রাখিস । না হলে কিন্তু হারিয়ে যাবে । সব যাবে একটাও খুঁজে পাবি না । আর "টারজান সমগ্র" এর ২৪ নম্বর গল্প টা পড়ে নিস । তা না হলে পরে পাতা ছিড়ে যাবে । পড়তে পারবি না । ও হ্যাঁ , আরো একটা তোর কাছে ৩ গোয়েন্দা র যে ১২ টা ভলিউম আছে ওটা কিন্তু কাউকে দিবি না । এমনকি তোর জানের দোস্ত কেও না । একবার দিলে আর ফেরত পাবি না কিন্তু ।

কি রে !!! মন খারাপ । মন খারাপের কিছু নেই । তোর কোন বন্ধু নাই , এটা আমি জানি । প্রতিদিন স্কুলে তোকে যে কি পরিমাণ জ্বালা যন্ত্রণা সহ্য করে নিতে হয় এটা আমি জানি । সবাই তোকে নিয়ে মজা করে । গায়ে লেগে ঝগড়া করতে আসে । মারামারি করতে আসে । একটু ধর্য্য ধরিস । আমি বলতেছি সব ঠিক হয়ে যাবে ।

তুই একটু মোটা বলে সবাই তোকে "ভুড়েল", "হোড়েল" বলে ডাকে এতে মন খারাপ হওয়ার কথা । তবে বিশ্বাস কর , তুই যদি ধর্য্য ধরে স্কুল/ কলেজ টা পার করতে পারিস, তোর আর এইসব উলটা পালটা নামে ডাক শোনা লাগবে না । তাদের কে ভুলে যেতেই পারিস । তারা এমন কোন আহামরি কিছুই না যে তাদের মনে রাখা লাগবেই ।

আরেকটা উপদেশ , আমি খুব ভালো করেই জানি যে তোর ভিডিও গেইম খেলার খুব শখ । তোর নিজের যে SEGA টিভি গেম আছে ওইটাতে পোষায় না । কিন্তু বাবা মা এর কাছে এখন তেমন কোন টাকা পয়সা নেই রে , যে তোকে একটা কম্পিউটার কিনে দেবে । তারাও কিন্তু কষ্টে আছে যে তোকে তারা কিনে দিতে পারছে না । জিদ করিস না ।

তোর যে সব আত্মীয় স্বজনদের, বন্ধুদের কম্পিউটার আছে , খবরদার তাদের কম্পিউটার এ গেম খেলতে যাবি না । তারা তোকে গেম খেলতে দিবে না ।কখনোই না । তারা তোর আড়ালে তোকে "গেমের নেশাখোর" নাম দিবে । কিন্তু তুই কষ্ট করে ধর্য্য ধর । তুই যখন ইন্টারমিডিয়েট পাস করবি তারপর তোর যে কম্পিউটার টা হবে তা অনেক ভালো । তুই নিজেও কল্পনা করতে পারবি না যে তোর এই রকম কম্পিউটার থাকবে । তোড় যে সব গেইম খেলার জন্য তোর জানটা আকুপাকু করত বা করবে কিন্তু কেউ তোকে খেলতে দিতো না বা দিবে না তার সবই খেলতে পারবি । যেমন হাফ লাইফ টু , হিটম্যান, ডেল্টা লাইফ । হয়ত যখন তোর কম্পিউটার হবে তখন এই গেমগুলো অনেক পুরোন হয়ে যাবে । কিন্তু মনের ইচ্ছা টা তখন পুরণ করতে পারবি । ২০০৭ এর দিকে হয়ত একটা গেম এর দেখা পাবি । গেম টার নাম "কল অফ ডিউটি : মডার্ন ওয়ারফেয়ার" । জানি গেম টা খেলার জন্য তুই জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবি । কিন্তু কি করবি বল । কেউ তোরে সেটা খেলতে দিবে না । কিন্তু তুই যদি একটু ধর্য্য ধরিস , তোর কম্পিউটার এর রিকুইয়ারমেন্ট এমন হবে যে "কল অফ ডিউটি : এডভান্স ওয়ারফেয়ার" আরামসে চলবে । ও হ্যাঁ !!! তুই যখন ক্লাস টেন এ উঠবি , তখন শুনতে পাবি যে তোর আত্মীয়ের কম্পিউটার নষ্ট হয়ে গেছে B-)

তোকে আরো চিঠি লখব , রেডি থাকিস । তবে তুই যেমন বোকাসোকা আছিস, তেমন থাকিস , চেঞ্জ হইস না । তুই নিজে যে ১০০% বিশুদ্ধ ছেলে , এটা হয়ত তুই জানিস না , আমি জানি । খালি নিজের উপর বিশ্বাস রাখ ।


২২ বছরের হাবলু
১লা নভেম্বর, ২০১৫

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

নেয়ামুল নাহিদ বলেছেন: প্রিয় হাবলু,
অনেক ভালো লাগলো। সেই ১০ বছর থেকে ২২ বছর, কত সুন্দর আর সংগ্রামের। মজারও কিন্তু অনেক।
সব মিলেই তো জীবন। ভালো থেকো।

তোমার সাফল্য কামনায়,
নেয়ামুল নাহিদ

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

দি হাবলু বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন: ১০-২২ বছর পর্যন্ত অনেক সংগ্রাম করতে হয়। শুধু ২২ ই না, তারপরেও করা লাগে।

লেখাটা ভাল ছিল। একটু ব্যতিক্রম। পড়ার পর নিজেও নিজের আগের বাচ্চাটাকে কিছু উপদেশ দিয়ে দিলাম। জানি এখন দিলেও কোন কাজ হবে না।

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

দি হাবলু বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.