নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে আমি খুবই আপনভোলা। ভাবতে ভালোবাসি। এই বয়সে কার্টুন দেখে নির্মল আনন্দ পাই। ছবি আঁকাই মনের সুখে। গলা ছেড়ে গান গাই যখন কেউ থাকে না পাশে।

দি হাবলু

জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় অভিজ্ঞ আমিই দি হাবলু । আর আমার মত যারা তাদের জীবনে একটাই কথা সেটা হল: be the হাবলু to rule the world

দি হাবলু › বিস্তারিত পোস্টঃ

খুজবে কি ?

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৮

সকালের রোদ দেখতে দেখতে চা খাওয়া টা আমার অভ্যেস হয়ে গেছে
চা না খাওয়া টাকে আমি দিনের শুরু বলতে পারি না ।
ভার্সিটির ক্যাফেটেরিয়ার জানালা দিয়ে যখন সূর্য কিরণ আসে
আমাকে হয়ত খুঁজে পাবে উদাস হয়ে গান শুনতে একটি কোণে ।
মোহ !! একটা শব্দ ,
আমি মোহে পড়ে গেছি ।
বিশ্বাস কর আমার এমন পরিকল্পনা ছিল না ।
আমি উদাস হতে চাইনি ।
চেয়েছিলাম অত্যন্ত চনমনে হয়ে চঞ্চলতার নিদর্শন হতে ,
এক ডাকে দৌড়ে যাব পৃথিবীর এদিক থেকে ওদিক ,
বাধা না মেনে জয় করব সাগর পাহাড় নদী আরো কত কিছু ।
কিন্তু আমি এর কিছুই করতে পারিনি ।
এর জন্য দায়ী কে জানো ?
তুমি ।

তোমাকে লাল রঙে মানিয়েছিল বেশ ,
যেদিন প্রথম দেখি তোমায় ।
দিন টি ছিল শনিবার মধ্য দুপুর ।
হাসতে হাসতে হেটে যাচ্ছিলে ।
সব কিছুই ঠিক ছিল ,
কিন্তু তোমার হাসি টা ই যে বুকে ছুরির মত বিধে গেল ।
আমার পৃথিবী জয় করার স্বপ্ন হারিয়ে গেল ,
আমার বড় হওয়ার স্বপ্ন হারিয়ে গেল ,
আমি যেন এতিম হয়ে গেলাম ।

ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সাগরের ঢেউ দেখতে যাব ,
সাগরের সাথে ভেসে আসা বাতাসে জীবনের নিশ্বাস নিব ।
হয়ত সাগর তোমার রূপে স্তব্ধ হয়ে
নিশ্চুপ হয়ে যাবে ,
চূর্ণ হবে তার দেমাগ ।

শেষ বিকেলের রোদে ,
লাল শাড়িতে যখন তোমাকে দেখেছিলাম ,
বিশ্বাস কর, আমার হৃদপিণ্ড কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিলো ।
তোমাকে যেন কোন কিছুর সাথেই তুলনা করা যাচ্ছিল না ।
তখন আমি যেন শুধু বেঁচে থাকতেই চেয়েছিলাম ,
তোমাকে দেখব বলে ।
নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার ,
শুধু তোমাকে দেখব বলে ।

সাহস ছিল না তোমাকে কথা গুলো বলার ,
সারারাত প্রাকটিস করেছিলাম কথাগুলো ।
হয়ত শুনে হাসবে , হয়ত মারবে
গরিব এই ছেলেকে হয়ত পাত্তাই দিবে না ।

সেই ক্যাফেটেরিয়া, সেই সকালের রোদের কিরণ ,
তোমার জন্যই হয়ত অপেক্ষা করছিলাম ।
তোমাকে হেটে আসতে দেখলাম সেই লাল রঙে ।

সেদিন কথা বলা হয় নি আমার ,
তোমার জন্য কেনা পাচটা স্নিকারস চকলেটও দেওয়া হয় নি আমার ।
আমার মনের কথা গুলো যদি কখনো পৌছায় তোমার কাছে ,
খুঁজে নিও ক্যাফেটেরিয়ায় ,
জানালার কাছে ,
যেখানে রোদ এসে খেলা করে ।
খুঁজবে কি ?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬

অনিক_আহমেদ বলেছেন: একেবারেই অন্যরকম অথচ সুন্দর। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.