নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসলে আমি খুবই আপনভোলা। ভাবতে ভালোবাসি। এই বয়সে কার্টুন দেখে নির্মল আনন্দ পাই। ছবি আঁকাই মনের সুখে। গলা ছেড়ে গান গাই যখন কেউ থাকে না পাশে।

দি হাবলু

জীবনের বিভিন্ন অভিজ্ঞতায় অভিজ্ঞ আমিই দি হাবলু । আর আমার মত যারা তাদের জীবনে একটাই কথা সেটা হল: be the হাবলু to rule the world

দি হাবলু › বিস্তারিত পোস্টঃ

৩ বছর পর লিখছি

০৫ ই মার্চ, ২০২২ সকাল ৮:৪৪

প্রায় ৩ বছর সামু তে কিছুই লিখি নাই।

কেন লিখি নাই, এটার কোন কারন খুঁজে পেলাম না। আমি একজন আলু লেখক। আমার লেখা পড়ে মানুষ কম।

যাই হোক…..

সেই ২০১১ সাল থেকে সামু তে লিখছি। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা, প্রাপ্তি, ব্যর্থতা সব ই এখানে লিখে রাখি 'দি হাবলু' ছদ্মনামে। ১৮ বছর বয়সে আমি লেখা শুরু করি। এখন ২৮ চলে। লেখার মান দিন দিন পিছনের দিকে যাচ্ছে যদিও।

একটু নিজের সম্পর্কে বলি। আমি একজন ইন্ট্রোভার্ট ধরনের মানুষ। আমার বন্ধু সার্কেল নাই বললে চলে। একজন ছিল সে দেশের বাইরে। এখন তেমন কথা হয় না। আমার একটা প্রেমিকা ছিল। যার সাথে বিয়ের কথা চলছিল। সেও এখন নাই। ঢাকাতে একটা ছোট ২ রুম এর এপার্টমেন্ট এ থাকি। আমার সাথে ভার্সিটির একটা ছোটভাই ও থাকে। তার সাথে উইকেন্ড ছাড়া দেখা হয়ই না। 


অফিস শেষে ঘরে ফিরতে ইচ্ছে করে না। গুলশান ২ চক্করে যে বসার জায়গা আছে, ওইখানে রাত ১০ পর্যন্ত বসে থাকি। চারিপাশ পর্যবেক্ষণ করি। রাস্তা দেখি, ট্রাফিক লাইট দেখি, গাড়ি দেখি, ফুডপান্ডার ছেলে গুলাকে দেখি, হেটে যাওয়া মানুষ দেখি, বিলবোর্ড দেখি। ভালোই লাগে। 

ফেলে আসা সময়ের মানুষ গুলাকে মনে পড়ে মাঝে মাঝে। আমার জীবনে যারা এসেছিল আবার চলেও গেছে। 

ছোটবেলার বন্ধু গুলা, পুরো হৃদয় জুড়ে যাদের কে আকড়ে ধরে থাকতাম। যাদের কে ছাড়া একমুহূর্ত থাকতে পারতাম না। তারা এখন কোথায় আছে, কেমন আছে? তারা কি বিয়ে করেছে, বাচ্চা হয়েছে? 

ভার্সিটির ক্রাশ কে সেদিন শেফ'স টেবিলে দেখেছিলাম বাচ্চা হাতে। চেহারা আগের মত নেই। সংসারের চাপ চোখেমুখে স্পষ্ট। বাচ্চা সামলাতে সামলাতে সে আমার সাথে কথা বলে গেল। সংসারের চাপ থাকার পরও জীবনকে সে উপভোগ করছে। এর চেয়ে ভালো খবর হয় না।

আমার পরিচিত মানুষেরা সবাই আনন্দে থাকুক। সুখি থাকুক। সব দুশ্চিন্তা ফেলে দিয়ে রাতে শান্তিতে ঘুমাক। আমার মনে এখন শান্তি নেই যদিও। কিন্তু তাদের শান্তির জন্য সামান্য প্রার্থনা করতেই পারি। এতেই আমার ভালো লাগে।


আবার কবে লিখব জানি না। তবে লিখব। যতদিন না বুক টা হালকা হচ্ছে। লিখব। এটাই আমার মন খারাপের ওষুধ। 


মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: লিখুন না, নিয়মিতই লিখুন। ব্লগটা আবার ভরে উঠুক নানান ধরণের পোষ্টে।

মনের কথা লিখতে শুরু করুন; দেখবেন মন হালকা হচ্ছে।

০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:২০

দি হাবলু বলেছেন: অসংখ্য ধন্যবাদ

২| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৮:১৭

সোনাগাজী বলেছেন:


চাকুরীজীবি একজন সাধারণ মেয়েকে বিয়ে করেন।

০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:২১

দি হাবলু বলেছেন: ধন্যবাদ আপনার সাজেশনের জন্য

৩| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৮:৪৯

খায়রুল আহসান বলেছেন: তিন বছর পর ব্লগে প্রত্যাবর্নে সুস্বাগতম! আপনার কথাগুলো মন ছুঁয়ে গেল।

০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:২১

দি হাবলু বলেছেন: ভালোবাসা নিবেন

৪| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার লেখার স্টাইলটা ভালো লেগেছে। আপনার আগের কয়েকটা লেখা পড়েছি। সেগুলিও বেশ ভালো লেগেছে। আপনি মন খুলে লেখেন। কোন ভনিতা নেই। আপনাকে নিয়মিত লেখার আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন।

০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:২৭

দি হাবলু বলেছেন: ভালোবাসা নিবেন

৫| ০৫ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৮

আহমেদ জী এস বলেছেন: দি হাবলু,



গোছানো লেখা- সুন্দর।
বলেছেন, গুলশান দু'নম্বর চক্করে বসে বসে হরেক কিসিমের মানুষ দেখেন। চারিপাশের গাড়ী, রাস্তা, ট্রাফিক লাইটের রং বদলানোও দেখেন! আপনিতো জীবনের সব রংয়ের চলচ্চিত্রই দেখছেন তাহলে। সেখান থেকে কুড়িয়ে বুকটা হালকা করে লিখে ফেলুন জীবনের সব গল্প। আপনার লেখার হাত ভালো - জমবে গল্পগুলো।

শুভেচ্ছান্তে।

০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৩৮

দি হাবলু বলেছেন: অসংখ্য ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য

৬| ০৫ ই মার্চ, ২০২২ রাত ১০:০৬

মিরোরডডল বলেছেন:




এই পোষ্টে একটু হতাশা, একটু বিষণ্ণতার স্মেল পাচ্ছি ।
ইউ আর ইন দ্যা রাইট প্লেস ।
রকমারি পোষ্ট আর সু-মনের মানুষের মেলা হচ্ছে সামু ।
এখানে রেগুলার হলে আশা করি ভালো সময় কাটবে ।

গুলশান ২ চক্করে যে বসার জায়গা আছে, ওইখানে রাত ১০ পর্যন্ত বসে থাকি। চারিপাশ পর্যবেক্ষণ করি। রাস্তা দেখি, ট্রাফিক লাইট দেখি, গাড়ি দেখি, ফুডপান্ডার ছেলে গুলাকে দেখি, হেটে যাওয়া মানুষ দেখি, বিলবোর্ড দেখি। ভালোই লাগে।

দিনশেষে এসব অভিজ্ঞতা থেকে একটা লেখা হতেই পারে, আমাদের জন্য ।


০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪১

দি হাবলু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে

৭| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১:০০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: মনের সাথে সাথে সময়কেও খুলে ফেলতে পারেন ভাইয়া । অনেক কিছু পাবো ।

০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪১

দি হাবলু বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.