নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্যাকিং নিউজ ব্লোগ

হ্যাকিং নিউজ ব্লোগ › বিস্তারিত পোস্টঃ

সাইবার ক্রাইম আটকাবেন হ্যাকাররা

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬



এবার সাইবার রুখতে এগিয়ে এলেন হ্যাকাররা। বর্তমানে সাইবার ক্রাইমের হার অনেক বেড়ে গেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। এর জন্যেই হ্যাকার টিম সাইবার প্রোটেক্টর বিডি একটি নতুন কার্যক্রম চালু করে। তারা ফেইসবুক ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ফেইসবুক সাপোর্ট টিম তৈরি করেন যার নাম দেন তারা 'এটার্নাল উইং'।

কিছুদিন আগে বাউল শিল্পী 'দিপ্তী সরকারের' নামে আজেবাজে কথা ও ভুয়া ছবি ছড়াতে থাকে খাইরুল নামক এক ব্যাক্তি। সে ভাইরাল নিউজ নামক আইডি ব্যাবহার করে এসব কাজ করতে থাকে। এটার্নাল উইং প্রথমে আইডিটি রিমুভ করে দেয়। এতে সে দমে যায়নি। আবার আইডি খুলে এসব কাজ শুরু করে। এরপর পদক্ষেপ নেয় সিপিবিডি এর হ্যাকার টিম। তারা ঐ ব্যাক্তির আসল আইডি খুজে বের করে ও তার সম্পর্কে তথ্য পুলিশের হাতে তুলে দেয়।

এ তথ্য আমাদের দিয়েছেন সিপিবিডি এর এডমিন এক্সরুটেড হ্যাক্সর্। দিপ্তী সরকার তাদের এ জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.