নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্যাকিং নিউজ ব্লোগ

হ্যাকিং নিউজ ব্লোগ › বিস্তারিত পোস্টঃ

কুখ্যাত হ্যাকিং টিম বিসিজির কু কীর্তি ফাসঁ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০১

আপনারা আজ জানবেন নতুন এক ঘটনা।

হ্যাকিং এর নতুন থিওরিঃ
"গালাগালি না করলে কি হ্যাকিং হয়?"



এমনি এক মন্তব্য করেছেন সাইবার ঘোস্টের এডমিন সোহাগ ওরফে ওয়ার্ল্ড পোটেন্ট ডেভিল।

এম্পিসি ও সিপিবিডি এডমিন শাহরিয়ার ইসলাম যখন তাদের পেইজে নতুন হ্যাকারের নাম দেখে কমেন্ট করেন "নতুন মুখ" তখন তারা গালাগালি শুরু করে।

এ কথা তাদের সিইও কে জানানো হলে তিনি বলেন "হ্যাকিং মানেই গালাগালি"।



তাছাড়া তারা আরেক টিম রয়াল ব্যাটেলার বিডি এর নামে ভিত্তিহীন দোষারোপ ও গালাগালি করে যে তারা নাকি পুলিশের ভয় দেখিয়ে তাদের মেম্বার RBBD টিমে নেওয়ার চেস্টা করেছে, যার কোনো প্রমাণ তারা দিতে পারেনি।




এই টিমের সিইও সোহাগ একসময় প্রশ্ন বিক্রি করত বলে গোপণ সূত্রে জানা গেছে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫

রানার ব্লগ বলেছেন: ভাই হ্যাকিং কি ? আমি যতদুর জানি যারা হ্যাকার তাদের অনেক পড়াশুনা করতে হয় কারন প্রযুক্তি নিত্ত নতুন আঙ্গিকে বদলাচ্ছে, এই ভাবে ফেইসবুকে বইসা থেকে টাইম পাস করার টাইম তাদের থাকে ?

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

মেহেদী হাসান হাসিব বলেছেন: এগুলা কেমন হ্যাকার! =p~

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: হুম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.