![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর যাবনা জলের ঘাটে
বসবো না গো কদম ডালে,
তুমি আইস গো রাই যমুনাতে
নাইমো কোমর জলে।।
খোপাতে গুজিয়া রাইখো রক্ত রঙ্গের জবা
পন্থের উপর দাড়াইবো না কাইরা নিবে কেবা।
তোমায় আমি ছুইবো না আর সকাল সন্ধ্যা কালে।
তুমি আইসো গো রাই যমুনাতে
নাইমো কোমর জলে।
আইসো তুমি হাইসো তুমি
সখিগনের সাথে,
পোড়া বাঁশী বাজবেনা আর
একলা নিঠুর রাতে।
হইব আমি হৃদয় কানা
জল ভরিবার কালে।
তুমি আইসো গো রাই যমুনাতে
নাইমো কোমর জলে।
©somewhere in net ltd.