![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনটা আমার পোড়া বাঁশের বাঁশরী
দিনে রাইতে কাইন্দা ওঠে
পাশে নাই সেই কিশোরী।
মনটা আমার পোড়া বাঁশের বাঁশরি।।
আপনেরে পর করিয়া, আপন করলি পরেরে,
কেমনে ভুলিয়া গেলি আমারে।
আমার মরন হইছে সেই দিন
পরছ যেই দিন লাল শাড়ি।
আমার চোখে চোখ রাখিয়া
স্বপ্ন দেখলা কার চোখে,
মারন বান মারিলা তুমি এই বুকে।
আমার কবর দেখবা তুমি
আসবা যেই দিন নাইওরি।
©somewhere in net ltd.