![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি নাও লাগাইয়ো না আমার ঘাটে,
ও মাঝি, নাও লাগাইয়ো না আমার ঘাটে।
নদী আমার টলোমলো নদীর পানি কৃষ্ণ কালো,দিনে রাইতে উজান ভাটির টান।
যদি তুমি বান্ধো নাও পরান টারে নিয়া যাও,মন নদীরে কইরোনা খানখান।
নদীর বুকে বালু চর সেইখানেতে বাইন্ধো ঘর,গহিন রাতে তুইলো বাঁশীর সুর।
থাইকো তুমি নিরবধি ভুলে তুমি যাও গো যদি,মনো নদী সুকাই যাবে থাকবে ধুধু চর।
দিনদুপুরে উঠবে ঝড় নৌকা হবে নড়োবড়
পাল তুলিয়া হইয়ো না গোপন।
তখন যদি পালাও মাঝি তাইলে কেমন কাজের গো কাজী
মিছামিছি দেখাইলা স্বপন।
©somewhere in net ltd.