![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আয় সখি গো কুজ্ঞ সাজাই মালা গাথি ফুলে,
কালা চাঁনে আসতে পারে নিশি রাইতের কালে।
কালার গায়ে চাঁন্দের বাতি ঝিকিমিকি করে,
মনটা আমার উইড়া গেছে দেহ থুইয়া ঘরে।
চাঁন সুরুজে মিলন হইব যা থাকুক কপালে।
দিঘির জলে বন্ধুর ছায়া ছুইব কেমনে,
দেইখা আমার চোখ জুড়াল দু:খ রইল মনে।
পরানটারে বাইন্ধা রাখছি বুকেরও আচলে।
শান শওকতে সাজাই রাখছি মনের বসতি,
যখন খুশি আনবো তারে দিন কিবা রাতি।
কলঙ্কের হার কে পরাবে এই অভাগীর গলে।
©somewhere in net ltd.