![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরবতার ইটের গাঁথনি
আমার মনের প্রাচীর
কাঁটা গুল্মের বসবাস সেথা
খায় নোনা শিশির।
চৈত্রের খরায় পুড়ে খাক
তাই গোরের নিরবতা
বারমাস সেথা ঝড়ে পড়ে
শুকনো স্মৃতির পাতা।
দক্ষিণ হাওয়া বহেনা কখনো
কাল বৈশাখীর ডাক
আসে নাই কেহ কুড়াইতে সেখানে
কচি ঢেকির শাক।
সে আকাশে সূর্য ওঠেনা
হয় না কখনো ভোর
সিদ কাটিতে আসে নাই কোন
দুষ্ট মনো চোর।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
মো: ইমরান আল হাদী বলেছেন: আমার লেখায় এই প্রথম কেউ মন্তব্য করল, আমি ধন্য হলাম।আপনার মন্তব্যে আমি কতটা অনুপ্রাণিত হয়েছি তা বলে বোঝাতে পারবো না।আপনাকে অশেষ ধন্যবাদ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২২
গেম চেঞ্জার বলেছেন: স্বাগতম। তবে এই লেখাটি পড়তে পারেন।
সামু ব্লগের সহজ পাঠ
এটা আপনার কাজে লাগবে।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮
মো: ইমরান আল হাদী বলেছেন: ভাইয়া অনেক ধন্যবাদ,আপনা কাছ থেকে অনেক কিছু জানলাম।আসলে আমি ব্লগিং এর কিছুই জানতাম না। আপনাকে অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২২
গেম চেঞ্জার বলেছেন: বেশ ভাল। চালিয়ে যান।