![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
view this link
দিনতো গেল মাস ফুরালো
গেল বছর খানি,
বৈদেশ গেলা বন্ধু তুমি খবর তো না জানি
নারীর যৌবন ভাটার টান,
কেমনে বান্ধি পরান খান,
রোজ নিশিতে উড়ুউড়ু করে।
হইতা যদি নারী জাতি বুঝিতা পিরিতির রীতি,
কেমন জ্বালা জ্বলছে অন্তরে।
চৈত মাসে বিসম খর,
চাতকিনী উপায় হারা,
জল বিনে সে বাঁচবে কেমনে।
থাকতো যদি দুই খান পাখা,
উইড়া গিয়া দিতাম দেখা,
আন্ধার রাইতে যাইতাম গোপনে।
ভরা নদী হইছে উতাল,
থাকবা তুমি আর কত কাল,
পরানে আর কত ধৈর্য সয়।
আচলে বান্ধা ধুতরা বিষ,
জীবন মরন উনিশ বিশ,
আত্ম ঘাতি হইতে মনে লয়।
©somewhere in net ltd.