![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙ্গিলা নায় পাল তোলা,বন্ধু আমার আলা ভোলা,
মনের মাঝে পূবালী বাও দিলো রে দোলা,
আস্তে ধিরে চালাও মাঝী আমি যে অবলা।
তুমি আমার দুই কূল,ফুটলো সেথায় প্রেমো ফুল,
রোজ নিশিতে আইসো তুমি দরজা রাখবো খোলা,
মন মিটাইয়া দেইখো তুমি ঘোমটা রাখবো তোলা।
বন্ধু আমার সরল প্রান,কাঞ্চা সোনার মুখ খান,
নদী কূলে বাজায় বাঁশি বসিয়া একেলা,
চাইলে কি আর যাইতে পারি এখন যে অবেলা।
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮
মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক ধন্যবাদ,কৃতজ্ঞতা রইল আপনার প্রতি।
২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১
বিজন রয় বলেছেন: সুন্দর গান।
++++
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২
মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১২
বিজন রয় বলেছেন: আপনার লেখা অনেক প্রাণময় হয়।
০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০১
মো: ইমরান আল হাদী বলেছেন: দাদা আপনার মন্তব্যে কতটা যে অনুপ্রাণিত হই তা বলে বুঝাতে পারবোনা,অনেক অনেক কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৭
নকীব কম্পিউটার বলেছেন: একেই বলে কবিতা। রয়েছে যাতে ছন্দমিল।