![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে জায়গা নাইরে আমার মনে জায়গা নাই,
সেই ধনেরে কেমন করে এই খানে লুকাই।।
আন্ধার জমিন আন্ধার কুঠির পাপীর বসবাস,
সেই খানেতে কেমন করে গড়ি তার আবাস,
নোংরা ভুমি কেমন করে হইবে তাহার ঠাই।
অযুত ভাগের ছোট আমার মনের বাড়ি ঘর
সেই কারনে মন মহাজন হইল আমার পর,
নষ্ট মনের সিংহাসনে কেমনে তারে বসাই।
অন্তর নামের বিষ বৃক্ষ বিষের কাঁটায় ভরা
মনে চাইলেও সেই জনেরে যায় না যে হায় ধরা,
বল সখিরে সেই জনেরে কেমন করে পাই।
২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৮
মো: ইমরান আল হাদী বলেছেন: আপনার মন্তব্য খানিও তো অনেক দামি, ভাল থাকবেন ধন্যবাদ।
২| ২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫
দেবজ্যোতিকাজল বলেছেন:
অযুত হবে
২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৯
মো: ইমরান আল হাদী বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০
প্রামানিক বলেছেন: অযুত ভাগের ছোট আমার মনের বাড়ি ঘর
সেই কারনে মন মহাজন হইল আমার পর,
নষ্ট মনের সিংহাসনে কেমনে তারে বসাই।
আধ্যাত্মিক লাইনের কথা। ভাল লাগল। ধন্যবাদ
২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪
মো: ইমরান আল হাদী বলেছেন: ভাই আপনার প্রতিটি মন্তব্যে অনুপ্রাণিত হই, অনেক অনেক ধন্যবাদ।ভাল থাকবেন সব সময়।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩১
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখেছেন কবি। ভালো লাগল।
২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮
মো: ইমরান আল হাদী বলেছেন: আপনা আন্তরিক ধন্যবাদ জানাই। ভাল থাকবেন।
৫| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শুভাশিস রইল।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯
বিজন রয় বলেছেন: অন্তর নামের বিষ বৃক্ষ বিষের কাঁটায় ভরা
অন্তর কখন বিষ হয় তা বাবনার বিষয় বটে।
অঅর অন্তর বিষ হোক সেটা কল্পনাও করতে পারি না।
আরো একটি দামী কবিতা।