![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে পড়ে যায় সেই দিনের কথা
প্রথম হাত ধরে পথ চলা,
এক সাথে রিক্সায়ে বসা আর,
চাঁদের আলোয়ে হারিয়ে যাওয়া।
সময়টাকে তখন ইচ্ছে করে,
মোটা ফ্রেমে বেধে রাখতে আর
একটাই প্রার্থনা করে বসে এ মন,
এই পথ যদি না শেষ হয়,
এই জ্যাম যদি না শেষ হয়!
ইচ্ছে করে এই ফ্ল্যাড লাইটের নিচেই
তার জানা অজানা কথা শুনতে থাকা,
চোখের একটা পলকও না ফেলতে দিয়া,
আর এই মুহূর্তটাকে ধরে রাখা।
কিন্তু সময় কি আর দাঁড়ায়!
জীবন চলে এই ছোট ছোট মুহূর্তগুলোকে মনে রেখে,
আর হাসি পেয়ে যায় কিইনা ছিল দিনগুলোকে ভেবে!
কেন জানি চোখে অশ্রু এসেই চলে,
ওই মুহূর্তগুলোকে মনে করতেই,
যদিও সে অশ্রু খুশিরই বটে।
এভাবেই মনে পরে যায়,
সে সময়ের কথা ,
এমনই এক রাত্রিতে,
বাতাসের দোলায়,
আর অহেতুক হাসি পেয়ে যায় অশ্রুসিক্ত মুখে।
২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৮
অপেক্ষা আর আমি বলেছেন: ধন্যবাদ সুমন কর
২| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭
বিজন রয় বলেছেন: ফেলে আসা স্মৃতি। মধুর।
ভাল লাগল।
+++
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।