![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টা করেছিলাম লিখতে
এসেছিলে তুমি মনে,
চেয়েছিলাম বাদ দিতে
কিন্তু তুমি নাড়া দিতেই থাকলে,
বসেছিলাম ঘণ্টা খানিক
সেই তুমি ই ছিলে,
বেরিয়ে পরেছিলাম অজানা পথে
তাও সেই তুমিই ছিলে ছায়ার মত রয়ে।
যদি তুমি বাস্তবে হতে,
প্রত্যেকটা দিন করেই নিতাম তোমার জন্যে
এই কল্পনা আর স্বপনের মাঝেই রয়ে গেলে তুমি।
মনে ছিল কত কি ব্যাক্ত করার,
পারলাম না একটি বার ও জানাতে,
খালি লিখেই গেলাম তোমারই কথা
তুই কি একটি বারও করতে??
পাশে থাকতাম সারাটাক্ষণ,
খালি একবার সুযোগ দিলে,
দিতাম পাড়ি অজানা পথে
তোমার সকল গ্ল্যানি দিতে মুছে ।
বলার ছিল আরো কত কি,
দাঁড়ালাম বারান্দার পাশে
তাকালাম তাঁরা ভরা আকাশের দিকে,
পেলাম না আর কোনো অ, আ,
তাই বড় নিঃশ্বাস ফেলে
ব্যাথিত মনে
শুয়ে পড়লাম বেডে।
০২ রা মে, ২০১৬ বিকাল ৫:১০
অপেক্ষা আর আমি বলেছেন: ধন্যবাদ সুমন কর চেষ্টা চলছে আরো বেটার লেখার
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ সকাল ৮:১০
সুমন কর বলেছেন: মোটামুটি হয়েছে।