![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে চোখে চোখ রেখে সত্য বলা যেমন দুঃসাধ্যের,
চোখে চোখ রেখে মিথ্যা এড়ানোও,
তার দৃষ্টির যে কত দাম, তা বলে ব্যাখ্যা করার মতো না।
সে দৃষ্টির মাঝে নিজের জন্যে জায়গাটুকু করে নেয়া,
সে দৃষ্টির মাঝে নিজের জন্যে সম্মান দেখা,
সে দৃষ্টির মাঝে নিজের জন্যে আপনভাব অনুভব করা,
নিছক সময়ের ব্যাপার নয় ! ! !
কত কিই না বলে দেয় এ দৃষ্টি,
কখনো হয় সে দৃষ্টি মায়াবী,
কখনো হয় সে দৃষ্টি ভাবনার,
কখনো হয় সে দৃষ্টি আকাঙ্খার,
কখনো হয় সে দৃষ্টি কল্পনার জগতের।
দেখতে রয়েই যাই সে দৃষ্টি কতদুর যায়,
না সাধ্য আছে সে দৃষ্টিতে অবদান রাখার,
না সাহস আছে সে দৃষ্টিকে নিজের করে নেবার,
সে দৃষ্টির মাঝে আমি কেবল জড়পদার্থের ভুমিকায়।
বলে নি কখনো তোমার দৃষ্টি মিথ্যের,
তাই হয়তো আপন করে বসেছিলাম,
জানি না আরও কত কি যে বলে যাবে এ চোখ দুটো তোমার !
পারব না কোনো ভুমিকা রাখার,
কিন্তু একটা আশা থেকেই রবে,
কখনও একটি বারের জন্যে হলেও সে দৃষ্টির মাঝে নিজেকে দেখার।
২২ শে জুলাই, ২০১৬ রাত ২:০৬
অপেক্ষা আর আমি বলেছেন: ই ই ই ই ই!! থ্যাঙ্কু থ্যাঙ্কু
২| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৩
মুমু পাখি বলেছেন: অপেক্ষ মানে শক্তি, অপেক্ষায় থাকুন। ভালো লিখেছেন।
২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫২
অপেক্ষা আর আমি বলেছেন: চাইলেই সব পাওয়া যায় না, আপনার ভাল লাগায় সিক্ত হলাম, ধন্যবাদ রইল আপু
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৩
অরুনি মায়া অনু বলেছেন: একটি বার নয় হাজার বারের জন্য সেই দৃষ্টি আপনার হোক সেই কামনা রইল |