![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
অদৃশ্য ছাই
হাফেজ আহমেদ
সেদিন চাইনি বলেই আমি তাকে পাইনি
তবুও আজ বহুদিন পর এখনো হৃদয় জ্বলে
কেনো জানি খুনসুটির উত্তাপ এখনো অনুভব করি
অগ্নিস্ফুলিঙ্গের মত বাতাসে উড়ছে সব হলুদ দৃশ্যপট
জমিন স্পর্শের পূর্বেই অদৃশ্য হয়ে যায় স্ফুলিঙ্গের ছাই
কোথাও থাকেনা তার কোনো চিহ্ন
অথচ মাটির বুকে তখনো ভার ভার অনুভূতি!
হৃদয়ের জমিনে ছাইয়ের ওজন এখনো বেশ টের পাই
পেছনের দরজা দিয়ে চলে গেছে যে পথ
জানি চশমার দখলে সে পথ আসবে না আর কোনোদিন
শুধু শুধু ভারী বোঝা বয়ে চলা
আর বারবার বাজেয়াপ্তের পথে হৃৎস্পন্দন।
২৯-০৮-২০২০
২| ২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪০
খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষের চারটে চরণ বেশ সুন্দর হয়েছে। শিরোনামটাও সুন্দর।
কবিতায় ভাল লাগা + +।
৩| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫০
নেওয়াজ আলি বলেছেন:
নন্দিত অনুভূতি
৪| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
৫| ৩০ শে আগস্ট, ২০২০ সকাল ৯:১৩
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: কবিতার শুরুতে কবিতা আর কবির নাম দেখে মজা পেলাম। একবার আমাদের স্কুলে এক ছেলেকে আবৃতির পুরুষ্কার দেয়া হয় নি কারণ সে 'আমাদের ছোট নদী' কার লেখা বলতে ভুলে গিয়েছিল!
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
কষ্টকর অতীত স্মৃতি