![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজারো লেখকের ভিড়ে আমি এক ক্ষুদ্র,অতি-নগণ্য,হে প্রভু দাও-গো শক্তি,হতে পারি যেন তাদের তুল্য।
স্টার জলসায় কিরন মালা আরো চলে পাখী
বাংলাদেশটা ইন্ডিয়া হতে আর কতদিন বাকি?
.
সকাল নেই সন্ধা নেই,সিরিয়াল আর সিরিয়াল
ভুলে যায় স্বামীর কথা হয়ে যায় বেসামাল।
.
আরো আছে কিরন মালা পাখী নামের ড্রেস
সারাদিন শুধু শপিং করে,তবুও হয়না শেষ।
.
চলে যাবে দুনিয়া থেকে,হবে একদিন মরন,
ভুলে গিয়ে এটাও তারা দেখে 'বধূ বরণ'।
.
সংসারের কাজ ফেলে দেখে 'চোঁখের তারা তুই',
স্বামী বেচারা আক্ষেপ করে,এই জ্বালা কই থুই।
.
গভীর রাত্রে স্বামীর বুকে মাথা রেখে বলে ওগো তুমি ছাড়া কি চলে?
সেটা ভুলে গিয়ে রাত্রী বেলায় দেখতে বসে 'তুমি আসবে বলে'।
.
বৌ শাশুড়ীতে হচ্ছে ঝগড়া রাত্র সকাল দুপুর,
কমছেনা তবুও দেখা হিন্দী সিরিয়াল 'জল নুপুর'।
.
অনেক মেয়ে এসব দেখে শিখছে আবার কুটনামী,
পরকিয়াতেও জড়াচ্ছে তারা টেনশনে আছে স্বামী।
.
স্টার জলসা,জ্বী বাংলা আরো আছে স্টার প্লাস
বাংলা ভাষাকে হিন্দী না করা পর্যন্ত তারা স্বস্তিতে নিবেনা শ্বাস।
.
ভয়াবহ এক ব্যাধির নাম হিন্দী সিরিয়াল,
সময় থাকতে সাবধান হও,নইলে হবে নাজেহাল।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৩
হাঁফীজ আনোয়ার হোসাইন বলেছেন: সিরিয়ালের জ্বালায় বাসায় মেম্বার কম হওয়া সত্বেও টিভি কিনেছি দুইটা।শুধু জ্বালা নয় মহা জ্বালা
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫
ইফতি সৌরভ বলেছেন: অনেক সিরিয়ালের নাম মুখস্থ করেছেন দেখি! ভাই, পটলের "গানওয়ালা"র কথা add করতে পারতেন। এইটাও দেখি খুব মনোযোগ দিয়ে সবাই দেখে। আর এই সিরিয়ালের জ্বালায় এখন খেলা দেখতে হলে internet এ দেখতে হয়
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২
হাঁফীজ আনোয়ার হোসাইন বলেছেন: সিরিয়ালের অভাব নেই কয় এড করবো?ভাই আমিও সেম প্রবলেম ছিলাম,নেটে খেলা দেখতে হত।তাই বাড়তি টিভি কিনেছি
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩
ইফতি সৌরভ বলেছেন:
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৯
হাঁফীজ আনোয়ার হোসাইন বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২০
অনর্থদর্শী বলেছেন: আপনিও দেখছি সিরিয়ালগুলোর খোঁজ একটু বেশিই নেন। সিরিয়ালের চোটে খেলা আর নিউজ দেখতে না পেলে সব পুরুষেরই গা জ্বলে। বৃথা দেশ-ভাষা-সমাজ, সিরিয়ালগুলো বন্ধ হলে টিভিটার অধিকার পাই আগে।
