নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুর্জয়।

Either Man will abolish war, or War will abolish Man." (Bertrand Russel)

দূর্জয় হাফিজ

এই পৃথিবীতে নয় আমি একা,সঙ্গে আছে আমার সৃষ্টিকর্তা,পরিবার এবং বন্ধুরা।

দূর্জয় হাফিজ › বিস্তারিত পোস্টঃ

প্রাণ প্রি্য় স্যার Siddiqur Rahman Poran কে বাঁচাতে সাহায্যের হাত বাড়ান.

২১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সিদ্দিকুর রহমান পরাণ।

৩২ তম আবর্তন, সরকার ও রাজনীতি ।

বিশ্ববিদ্যালয় জীবন শেষে এই মেধাবী শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

সদা হাস্যজ্জ্বল ছিলেন স্যার।

ক্যাম্পাসে স্যারের সাথে দেখা হলেই জিজ্ঞাসা করত কেমন আছো নিলু?

দুই বার স্যারের সাথে ট্যুরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। এরকম মজার মানুষ জীবনে খুব কম দেখেছি। মাতিয়ে রেখেছিলেন পুরো সময়টা। খুব সহজেই আপন করে নিতে পারতেন।

সদা হাস্যজ্জ্বল এই মানুষটির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভাল নেই স্যারের ছাত্র-ছাত্রীরা, বন্ধু-সহপাঠি ও শুভাকাঙ্খীরা। মরণ ব্যাধী ক্যান্সারে আক্রান্ত। সম্প্রতি ভারতে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে। খরচ হয়েছে বড় অঙ্কের টাকা। তার পরও সুস্থ্য হয়ে উঠতে পারেননি তিনি। পরাণ স্যারের পরিবার এখন নি:শ্ব প্রায়। তাকে বাঁচাতে হলে প্রয়োজন আরও উন্নত চিকিৎসা। প্রতিদিনের ঔষুধ আর থেরাপি নিতে যে খরচ হচ্ছে তাও জোটাতে পারছে না তার পরিবার। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি।

স্যারের উন্নত চিকিৎসায় লাগবে আরও ৪০ লক্ষ্ টাকা। কিন্তু এত টাকা কোথায় পাবে তার পরিবার? আমরা কি পারিনা স্যার কে বাঁচাতে?

স্যারের বর্তমান ছবিটা দেখে চোখের পানি ধরে রাখতে পারবেন না। স্যারকে দোয়া করবেন যেন তাড়াতাড়ি ভাল হয়ে উঠে। আমরা আছিনা স্যার ইনশাল্লাহ ভাল হয়ে উঠবেন।

***হ্যা আমরাই পারি পরাণ স্যার কে সুচিকিৎসা নিশ্চিত করতে।

কথায় আছে “দশের লাঠি একের বোঝা”। বাড়িয়ে দিন আপনার সহযোগিতার হাত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২১ হাজার। আমরা সকলে যদি ১০০ টাকা করে দেই তাহলে টাকার পরিমান দাড়ায় ২১০০০০০ লক্ষ টাকা। এছাড়া সাবেকরাতো আছেনই।

নিচে ব্যাংক ও বিকাশ একাউন্ট দেওয়া আছে। খুব সহজেই আপনার একাউন্ট থেকে এই টাকা পাঠাতে পারবেন। আসুন স্যাারের জন্য আমাদের এক সপ্তাহের নাস্তার খরচটা বিকাশ করে পাঠিয়ে দিই। এছাড়া যারা যত বেশি পারেন সাহায্য পাঠাতে পারেন। বিত্তবান সাবেক বড় ভায়েরা আগিয়ে আসুন।

### সহযোগিতা পাঠানোর ঠিকানা:

পরান ভাইয়ের ছোটো ভাইয়ের ব্যাংক

অ্যাকাউন্ট:

a/c name: Sohanur Rahaman

a/c no: 0200003225910

Agrani Bank

Jagannath University Branch

Sodorghat, Dhaka.

***বিকাশ করুন:

01797776262 ( Naim Siddique)

তিনি পরাণ ভাইয়ের বন্ধু ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শ্রদ্ধে্য় শিক্ষক।



প্রিয় জবীয়ানরা বাড়িয়ে দিন আপনাদের সাহায্যের হাত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.