![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
ভাবনা আমার উদাসমনে ,
খোলা আকাশের উন্মোচনে ।
ভাবনা আমার শীতল ছোয়ায়
মিষ্টি রোদের সিক্ত হাওয়ায় ।
ভাবনা আমার রং মিছিলে
গল্পে বসা এক বিকেলে ।
ভাবনা আমার কাব্য লেখায়
প্রজাপতির পাখনা মেলায় ।
কাতরমনে অচীন ঢেউ
ডাকছে দূরের কোন সে বউ,
ঝড়ের বার্তা বইছে চলে
নৌকা থামাও বৈঠা ঠেলে ।
ভাবনা আমার উদাস মনে
মন মাতানো সুরের টানে ।
ভাবনা আমার শিরা প্রশাখায়
রন্ধ্রে রন্ধ্রে ক্ষুদ্র কনায় ।
ভাবনা আমার হৃদয় জুড়ে
সুখের তরী ভাসাই ভোরে ।
সাঝবেলাতে জালাই বাতি
নিপুন হাতে বুনছে তাঁতি ।
ভাবনা আমার উদাস মনে
খোলা আকাশের উন্মোচনে ।
ভাবনা আমার বাচিবার তরে
সুখ খুজেছি পাখির নীড়ে ।
ভাবনা আমার হৃদয় জুড়ে
সার্থক হব মরিবার পরে ।
০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: কেন? কি হল???
২| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
আমি তুমি আমরা বলেছেন: ভাবনা আমার হৃদয় জুড়ে
সার্থক হব মরিবার পরে ।
হায় হায়, ফিনিশিং এ এটা কি বললেন?