![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
এই যে শুনছো
কি এতো ভাবছো ?
বোকা বোকা চেহারা
ভাবখানা , কি যেন খুজছো ।
অাসনখানা কি পেতে দিব ?
দু খানা সন্দেশ , মুড়ি ভাজা করে নিব ।
এই যে শুনছো
পিছু ফিরে খুউব যে হাটছো ,
সময় কি নেই বুঝি
বলবে কি সোজাসোজি ,
তবে কাকে খুজছো ?
এই যে শুনছো
একটু কি বসবে ?
কালও কি অাসবে ?
মেঘ যে ডাকছে ,
খুউব যে হাকছে ।
চিঠিখানা দেও দেখি
একটু ছুয়ে দেখি ।
এই যে শুনছো
ভয় কি পাচ্ছো ,
তবে কেন যাচ্ছো ?
শালিক যে হাসছে
সেও বুঝি বুঝছে ,
তুমি কাকে খুজছো
অামাকেই ভাবছো ।
২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ অাপনাকে
২| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
এসব চলবে না..... বলেছেন: জ্বী আইচ্ছা দ্যান
২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
নূর-ই-হাফসা বলেছেন: কি দিব ?
৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬
এসব চলবে না..... বলেছেন: আসনখানা পেতে দুখানা সন্দেশ আর মুড়িভাজা
৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
আরাফআহনাফ বলেছেন: সোজাসোজি ভালো লাগলো।
এইবার গুড় মুড়ি সন্দেশ দেন!
২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
নূর-ই-হাফসা বলেছেন:
৫| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভাল লাগলো।
২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৯
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২২
বিজন রয় বলেছেন: সুন্দর।
++