![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না।স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি।কবে হবে এর শেষ মরন এলেই বুঝি,তাহলে বেঁচে থাকার মানে কি।
আকাশ আধার করে নামল বৃষ্টি
মৃদ্যু হাওয়ার , অপরূপ সে কি সৃষ্টি !
আঙ্গিনা ভিজে একাকার হল সারা পাড়া ,
উচাটনে ভিজে আজ হব বাধন হারা ।
সুতার বুননে নকশি কাথা
ছুয়ে দেখব নিখুত গাথা ,
সন্ধে হলে মেঘের ধমকে
কথা হবে চায়ের চুমুকে
আলতো হাতে ছিন্ন ডালে
ছুয়ে দিব ভাবনা আড়ালে
রাত্রি হলে সাগর পথে
যাত্রা হবে অচীন রথে
স্বপ্ন আমার দুচোখ ভরে
জোয়ার আসে দুকূল ধরে
নিশি হলে কাব্য লিখি
ভুল করে তোমায় দেখি ।
সময় বুঝি এমনি হয়
ভাবনা যদি সত্যি রয়
রইনা ভুলে সকল কাজ
ভুবন খুজে নতুন আজ ।
০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৬
নূর-ই-হাফসা বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২১
ধ্রুবক আলো বলেছেন: নিশি হলে কাব্য লিখি
ভুল করে তোমায় দেখি
কথা সুন্দর, ভালো লাগলো,,, অভিনন্দন
০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৬
নূর-ই-হাফসা বলেছেন: আপনাকেও অভিনন্দন
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভাল লাগলো।